Connect with us
ফুটবল

রোনালদোর পুরোনো রেকর্ডে ভাগ বসালেন লামিন ইয়ামাল

Lamin Yamal shared the old record of Ronaldo
রোনালদোর ২০ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন ইয়ামাল। ছবি- সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলে একের পর এক ম্যাচে চমক দেখিয়ে বেশ আলোচনায় উঠে এসেছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ উইঙ্গার লামিম ইয়ামাল। ক্লাবের পর এবার জাতীয় দলের হয়েও দ্যুতি ছড়াচ্ছেন তিনি। চলমান ইউরোতে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিস্টিয়ানো রোনালদোর পুরোনো এক রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ১৬ বছর বয়সী তরুণ।

গতকাল রাতে শেষ ষোলোর ম্যাচে জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। এ ম্যাচে একটি গোলে অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। এ নিয়ে চলতি ইউরোতে দুটি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। আর তাতেই রোনালদোর ২০ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন এই উঠতি তারকা।

২০ বছর আগে ২০০৪ ইউরো আসরে দুটি অ্যাসিস্ট করেছিলেন ১৯ বছর বয়সী রোনালদো। আর এবারের আসরে ইতোমধ্যে দুই অ্যাসিস্ট করে তাকে ছুঁয়ে ফেলেছেন ১৬ বছরের ইয়ামাল। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে এবার তার সামনে সুযোগ রয়েছে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার।

আরও পড়ুন:

» প্যারিস অলিম্পিকে দৌড়াবেন দেশের দ্রুততম মানব ইমরানুর 

» কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর, ব্রাজিল পাচ্ছে কাকে?

আগামী ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচে আরেকটি অ্যাসিস্ট পেলেই রোনালদোকে ছাড়িয়ে যাবেন এই তরুণ উইঙ্গার।

গতরাতে প্রথমবার ইউরো খেলতে আসা জর্জিয়ার বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে স্পেন। ম্যাচের ৩৯ মিনিটে রদ্রির গোলে সমতায় ফেরে লুইস দে লা ফুয়েন্তে দল। এরপর ম্যাচের ৫১ মিনিটে ইয়ামালের ক্রস থেকে গোল করে দলকে লিড এনে দেন ফ্যাবিয়ান রুইজ। পরবর্তীকে জর্জিজার জালে আরো দুইবার আঘাত হেনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চলতি ইউরোর অন্যতম হট ফেভারিট দলটি।

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল