বার্সেলোনার লা মাসিয়া থেকে গ্র্যাজুয়েট করা স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামাল। বল পায়ে রীতিমতো দ্যুতি ছড়াচ্ছেন তিনি৷ তার খেলার ঢঙে মুগ্ধ হয়ে স্পেনের সাবেক স্ট্রাইকার ফার্নান্দো লরিয়েন্তে তো বলেই দিলেন, লামিন ইয়ামালের সঙ্গে আপনি কাউকেই তুলনা করতে পারবেন না। এমনকি মেসিও এই বয়সে তার সমতুল্য ছিলেন না। বল পায়ে ইয়ামাল অসাধারণ সব জিনিস দেখাচ্ছেন। তার সঙ্গে কারো তুলনা চলতে পারে না৷
অবশ্য লরিয়েন্তের এমন মন্তব্য মোটেও উড়িয়ে দেওয়া যায় না৷ বার্সার জার্সিতে ইয়ামালের ১৬ বছরে পা দেওয়ার আগেই। এমনকি যে বয়সে বার্সার হয়ে ইয়ামাল ৫০ ম্যাচ খেলেছেন, সে বয়সে মেসির কেবল অভিষেক হয়৷
শুধু তাই নয়, সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সিতে ৫০ ম্যাচে তার রয়েছে ৭ গোল ও ১০টি অ্যাসিস্ট৷ এমন দুর্দান্ত পারফরম্যান্স নজর এড়ায়নি স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তের৷ ১৬ বছর ৫৭ দিন বয়সেই তাকে ডাকা হয় জাতীয় দলের আঙিনায়৷
আরও পড়ুন :
» ইউরো চ্যাম্পিয়নশিপে পিকফোর্ডের বোতলকাণ্ড, নেপথ্যে যে ঘটনা
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে কখন?
» আমেরিকান কাপের ইতিহাসে ব্রাজিলের যত শিরোপা জয়
অবশ্য লামিন ইয়ামালকে ডেকে দে লা ফুয়েন্তে যে ভুল কিছু করেননি, মাঠে তারই প্রমাণ দিচ্ছেন লামিন ইয়ামাল৷ ইউরো বাছাইয়ে জর্জিয়ার বিপক্ষে আর্ন্তজাতিক ফুটবলে অভিষেক হয় ইয়ামালের৷ অভিষেক ম্যাচেই গোল করে ইতিহাসের পাতায় নিজের নাম রাঙিয়ে রেখেছেন এই বিস্ময় বালক৷
ইউরোর মূল পর্বেও থেমে ইয়ামাল বন্দনা৷ দে লা ফুয়েন্তের তুলনামূলক অনভিজ্ঞ স্পেনের মূল ভরসার নাম লামিন ইয়ামাল৷ ইউরোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেই সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড গড়েন ইয়ামাল। ইউরো’র ৬৪ বছরের ইতিহাসে ইয়ামালের মতো কম বয়সী ফুটবলার আর নেই৷
ইউরোতে নিজের অভিষেক ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এদিন তার পা থেকে একটি অ্যাসিস্টও আসে৷ মাঠের ডান প্রান্ত থেকে তার দুর্দান্ত ক্রসে আলতো টোকায় বল জালে পাঠান দানি কার্ভাহাল৷ ইউরোতে এখনো গোল না পেলেও রাউন্ড অব সিক্সটিনে জর্জিয়ার বিপক্ষে পুনরায় অ্যাসিস্ট করেন ইয়ামাল৷ তার অ্যাসিস্টেই জাল খুঁজে নেয় মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ। সব মিলিয়ে এখন পর্যন্ত স্পেনের জার্সিতে সাত ম্যাচে তার রয়েছে ২ গোল।
সর্বশেষ ইউরোর কোয়ার্টার ফাইনালেও স্বাগতিক জার্মানির বিপক্ষে বল পায়ে দুর্দান্ত দাপট দেখান ১৬ বছর বয়সী ইয়ামাল৷ জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন৷
দে লা ফুয়েন্তের তরুণ এই স্পেন দলে নিঃসন্দেহে তরুপের তাস এই লামিন ইয়ামাল৷ হালকা গড়ন, এলোমেলো চুল হলেও ফুটবলটা খেলতে জানেন খুব গোছালোভাবে৷ মাঠে ডান পাশ প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাড়তি চিন্তার কারণ স্পেনের এই লামিন ইয়ামাল।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৪/টিএইচ/এসএ