Connect with us
ফুটবল

মেসির ১০ নম্বর জার্সিতে চোখ লামিন ইয়ামালের

Lamine Yamal's eye on Messi's number 10 jersey
মেসির ১০ নম্বর জার্সি পড়তে পারাটা ইয়ামালের জন্য গর্বের বিষয় হবে। ছবি- সংগৃহীত

বার্সেলোনার ১০ নম্বর জার্সি গায়ে চড়িয়ে লিওনেল মেসি যা যা করে গেছেন তা ক্লাবসহ ফুটবল ইতিহাসেরই অংশ হয়ে গেছে। এই ইতিহাস যে আরও অনেক বছর অক্ষত থাকবে সেটা ধারণা করাই যায়। যদিও মেসি এখন আর বার্সার হয়ে খেলেন না। স্পেন ছেড়ে পিএসজি হয়ে বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে ঘাঁটি গেড়েছে।

লিও মেসি পরবর্তী যুগে ভাবা হচ্ছিল ক্লাবের একাডেমি থেকে উঠে আসা তরুণ ফরোয়ার্ড আনসু ফাতিই হয়তো মেসির রেখে যাওয়া শূণ্যস্থান পূরণ করবেন। মেসির ১০ নম্বর জার্সিও তাই ফাতির গায়েই উঠেছিল। কিন্তু ইনজুরি পড়ায় এবং তারপর ফর্ম হারিয়ে ক্লাবে টিকতে পারেননি এই তরুণ স্প্যানিয়ার্ড। তাকে প্রিমিয়ার লিগ ক্লাব ব্রাইটনে ধারে পাঠিয়েছে ব্লাউগ্রানারা। ফলে আপাতত বার্সার ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি ফাঁকাই পড়ে আছে।

আগামী মৌসুমে ফাতি যদি বার্সায় না ফেরেন তাহলে মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সি গায়ে চড়াতে চান ইতোমধ্যে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোর নজরে পড়া লামিন ইয়ামাল।

১৬ বছর বয়সী এই তরুণ সেনসেশন স্প্যানিশ গণমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে বলেন, ‘১০ নম্বর জার্সিটা এখনো আনসুর জন্য রাখা রয়েছে। তবে আগামী মৌসুমে সে যদি না ফেরে তাহলে ১০ নম্বর জার্সি পড়তে পারাটা আমার জন্য গর্বের বিষয় হবে। এটা এমন একটি প্রশ্ন যার উত্তরে কোন তরুণই না বলবে না। যে কারো জন্যই এটা স্বপ্নের মতো। তবে সিদ্ধান্তটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের উপর।’

স্প্যানিশ জায়ান্টদের হয়ে বর্তমানে ২৭ নম্বর জার্সি পড়ে খেলা লামিন ইয়ামালের জন্য নাকি ইউরোপের বড় বড় ক্লাবগুলো মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিয়ে রেখেছে বার্সাকে। এর মধ্যে ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও আছে, এমনটাই দাবি করেছে ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তে। কিন্তু ইয়ামালকে ছাড়তে রাজি নন ক্লাব সভাপতি। এজন্য লাপোর্তেকে ধন্যবাদ জানিয়ে লামিন বলেন, সে বার্সার হয়ে ইতিহাস গড়তে চায়।

আরও পড়ুন: রদ্রিগোকে দলে ভেড়াতে আগ্রহী আর্সেনাল! 

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল