গতকাল রাতে ছিল ইতালিয়ান সুপার কাপের ফাইনাল ম্যাচ। সৌদি আরবের রিয়াদের আল আওয়াল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল দুই ইতালিয়ান জায়ান্ট নাপোলি ও ইন্টার মিলান। ম্যাচে অতিরিক্ত সময়ে করা লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে টানা তৃতীয় বারের মত শিরোপা ঘরে তুললো ইন্টার মিলান।
২০২২, ২০২৩ ও ২০২৪ সাল – টানা তিন বছর ইতালিয়ান সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে মিলানের ক্লাবটি। আর এ নিয়ে মোট ৮ বার শিরোপাটি জয়ের স্বাদ পেল তারা। ইন্টারের চেয়ে শুধু জুভেন্টাস সর্বোচ্চ ৯ বার এই শিরোপা জিতেছে।
গতকাল বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হওয়া ম্যাচের ৬০ তম মিনিটের সময় নাপোলি স্ট্রাইকার জিওভানি সিমিওনে ম্যাচে দ্বিতীয়বারের মত হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। ১০ জনের দলে পরিণত নাপোলির বিপক্ষে সেই সুযোগটাই কাজে লাগায় ইন্টার। আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় তারা।
ঠিক মত সুযোগ কাজে লাগাতে পারলেও আরও আগেই অবশ্য গোলের দেখা পেতে পারতো ইন্টার মিলান। ম্যাচের ৯১ তম মিনিটে ইন্টারের রাইট ব্যাক বেঞ্জামিন পাভার্ডের লো ক্রস থেকে পাওয়া বল দুর্দান্ত ফিনিংসের মাধ্যমে নাপোলির জালে জড়ান আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকার।
ম্যাচ শেষে লাউতারো বলেন, ‘শিরোপাটি জিততে পেরে আমি ভীষণ গর্বিত। ইতালিয়ান কাপ থেকে আগেই ছিটকে পড়ায় আমরা খুব করে সুপার কোপা জিততে চাচ্ছিলাম। কাজটা খুবই কঠিন ছিল। আমরা একদিনের জন্যও বিশ্রাম নিতে পারিনি। কিন্তু আমি আমার দলকে নিয়ে ভীষণ গর্বিত।’
আরও পড়ুন: মেসি-সুয়ারেজকে নিয়েও জিততে পারলো না ইন্টার মায়ামি
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৪/এমএস/এমটি