Connect with us
ফুটবল

‘ভুল থেকে শিখেছি এবং ঘুরে দাঁড়িয়েছি পরের ম্যাচেই’

Tabith Awal Congratulate Bangladesh
বাংলাদেশের জয়ে অভিনন্দন জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি- সংগৃহীত

বছরের শেষদিকে এসে মালদ্বীপের বিপক্ষে ফিফাত দুটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে ১-০ গোলের ব্যবধানে হারতে হয়েছিল স্বাগতিকদের। তবে প্রথম ম্যাচে ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে লাল-সবুজের দল।

শনিবার (১৬ নভেম্বর) মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায়। শুরুতে ১-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে তপু বর্মণরা। বাংলা

বাংলাদেশের এমন দুর্দান্ত জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি তাবিথ আউয়াল। বাংলাদেশের এমন প্রত্যাবর্তনে বেশ উচ্ছ্বসিত তিনি।

আরও পড়ুন:

» অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারত শিবিরে নতুন দুঃসংবাদ

» বছরের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের জয় 

বাংলাদেশের জয়ের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্ট শেয়ার করে তাবিথ আউয়াল লিখেছেন, ‘ভুল থেকে শিখেছি এবং ঘুরে দাঁড়িয়েছি পরের ম্যাচেই। মালদ্বীপকে ২-১ গোলে হারানোয় বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন!’

মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশ। তবে গোল করার একাধিক সুযোগ পেয়েও বাজে ফিনিশিংয়ের কারণে কোনো গোলের দেখা পায়নি রাকিব-মোরসালিনরা। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা।

এদিন কিংস অ্যারেনায় ম্যাচে বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় মালদ্বীপ। তারপর বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ম্যাচের ৪৩ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। দলকে সমতাসূচক গোলটি এনে দেন মজিবুর রহমান জনি।

প্রথমার্ধের ১-১ গোলের সমতার পর দ্বিতীয়ার্ধের বাকি ৪৫ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল। তবে
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাঙ্খিত সেই গোলের দেখা পায় বাংলাদেশ। বদলি ফুটবলার পাপন সিং জয়সূচক গোলটি করেন। ২-১ গোলের জয় নিয়ে বছরের শেষ ম্যাচটা রাঙিয়েছ হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল