ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) ধরে রাখার সুযোগ থাকলেও সাকিব, লিটন ও মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে তাদের ফ্রাঞ্চাইজিগুলো। মূলত সম্পূর্ণ আইপিএল জুড়ে এই টাইগার ক্রিকেটারদের পাওয়া যাবে না বলে এমন সিদ্ধান্ত দল গুলোর। তাছাড়া বিশ্বকাপে তাদের মলিন পারফরমেন্সও কিছুটা দায়ী। তবে মুস্তাফিজকে ছেড়ে দিয়ে এখন মিস করার কথা বলছে দিল্লি ক্যাপিটালস।
গত রোববার বিকেল ৪ টা পর্যন্ত থাকা সুযোগে রিটেনশনের ঘোষণা দিয়েছে আইপিএলের সকল দল। এদিন বাংলাদেশী এই ক্রিকেটারদের ছেড়ে দেয় তাদের দলগুলো। গত আইপিএলে সাকিব ও লিটন খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের পক্ষে এবং মুস্তাফিজ বোলিং করেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।
অনেকটা অনুমেয় ছিল পরবর্তী আসরের জন্য টাইগার ক্রিকেটারদের রিটেনশনের বিষয়টি। সে অনুযায়ী মুস্তাফিজকে ছেড়েছিল তার দল দিল্লি টাইটান্স। তবে পরবর্তী দিনই দিল্লি ক্যাপিটালস নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে মোস্তাফিজকে মিস করার বিষয় উল্লেখ করে একটি পোস্ট করে, ‘ফিজ, ২০২৪ মৌসুমে আমরা আপনাকে এবং আপনার হাসিকে মিস করবো।’
মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর ফ্রাঞ্চাইজির এমন পোস্ট দেখে বিস্মিত হয়েছেন অনেক ভক্ত-সমর্থক। দিল্লির করা সেই পোস্টে রয়েছে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করছেন এই পোষ্টের মতোই বাস্তবেও ফিজকে মিস করতে যাচ্ছে দিল্লি ক্যাপিটাল। আগামী মৌসুমে বাংলাদেশী কোন ক্রিকেটারকে আইপিএলে দেখা যাবে কিনা সেটা জানা যাবে আগামী ডিসেম্বরে দুবাইতে হতে যাওয়া আইপিএল নিলামে।
আরও পড়ুন: যে কারণে লম্বা সময়ের জন্য অধিনায়ক হতে চান শান্ত
ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৩/এসএফ/এমটি