বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও ট্রাভিস হেডকে পেছনে ফেলে ২০২৩ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স। আন্তর্জাতিক ক্রিকেটে কাউন্সিল (আইসিসি) তাদের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্যটি নিশ্চিত করেছে ।
২০২৩ সালে ক্রিকেটে স্মরণীয় একটি বছর কাটিয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশীপ ও বিশ্বকাপ শিরোপা জিতেছে অজিরা। দলকে নেতৃত্বে দেয়ার পাশাপাশি ব্যাট ও বল হাতেও দারুণ অবদান রেখেছেন এই তারকা ক্রিকেটার।
বিদায়ী বছরে মোট ২৪ ম্যাচ খেলে বল হাতে ৫৯ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৪২২ রান করেছেন প্যাট কামিন্স।
এদিকে টেস্টে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আরেক অজি ক্রিকেটার উসমান খাজা। আর ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। এছাড়া টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আরেক ভারতীয় তারকা সূর্যকুমার যাদব।
নারী ক্রিকেটে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার ন্যাট সিভার-ব্রান্ট। ২০২৩ সালে ব্যাট হাতে ৮৯৪ রানের পাশাপাশি বল হাতে ৯ উইকেটে নেন ন্যাট। নারীদের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় আরো ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার, বেট মুনি ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।
আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার উসমান খাজা
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৪/এমটি