দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন কিংবদন্তি ফুটবলার মার্সেলো। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।
ভিডিও বার্তায় মার্সেলো বলেন, ‘ফুটবলার হিসেবে আমার যাত্রা এখানেই শেষ। তবে ফুটবলকে এখনো আমার অনেক কিছু দেওয়ার আছে। সব কিছুর জন্য ধন্যবাদ।’
স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে ক্যারিয়ার শুরু হয় মার্সেলোর। ফ্লুমিনেন্সের যুব দল থেকে ২০২৫ সালে মূল দলের হয়ে অভিষেক ঘটে তারা। সেখানে দুই মৌসুম কাটিয়ে ২০০৭ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে পাড়ি জমান তিনি। আর লস ব্লাঙ্কোসদের হয়েই ক্যারিয়ারের সোনালি সময় পার করেছেন এই কিংবদন্তি লেফটব্যাক।
আরও পড়ুন:
» বাংলাদেশের শিরোপা জয়ের ৬ বছর পর ফিরছে ত্রিদেশীয় সিরিজ
» একুশে পদক পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল
রিয়াল মাদ্রিদের জার্সিতে ১৫ বছর খেলেছেন মার্সেলো। এই দেড় যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও ছয়টি লা লিগাসহ অসংখ্য শিরোপা জয় করেন এই তারকা। ২০২২ সালে রিয়াল ছাড়ার সময় ক্লাবটির সবচেয়ে বেশি ট্রফি জয়ী (২৫) খেলোয়াড় ছিলেন তিনি। যদিও পরবর্তীতে তাকে ছাড়িয়ে যান লুকা মদ্রিচ-দানি কারভাহালরা।
রিয়াল ছেড়ে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে যোগ দেন মার্সেলো। সেখানে পাঁচ মাস খেলে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দেন তিনি। তবে গত বছরের নভেম্বরে ফ্লুমিনেন্সের কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ান মার্সেলো। এরপর ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন তার। তবে নতুন করে আর কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হননি তিনি। ফ্লুমিনেন্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার তিন মাসের মাথায় খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন এই ডিফেন্ডার।
এদিকে ২০১৮ সালে ব্রাজিলের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন মার্সেলো। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিততে না পারলেও ২০১৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপ জিতেছিলেন তিনি। এছাড়া ২০০৮ অলিম্পিকসে ব্রোঞ্জ ও ২০১২ অলিম্পিকসে রুপা জয়ী দলের সদস্য ছিলেন এই তারকা।
ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৫/বিটি