Connect with us
ক্রিকেট

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদে যুক্ত হচ্ছেন কিংবদন্তি মুশতাক

Legendary Mushtaq joins Bangladesh on long-term deal
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছেন মুশতাক আহমেদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কোচিং অধ্যায়টা আরও লম্বা করতে যাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। মিরাজ-রিশাদদের সঙ্গে বেশ কয়েকদিন কাজ করার পর এবার দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্ত হতে যাচ্ছেন তিনি। আরও দুই বছর বাংলাদেশের সঙ্গে থাকবেন এই সাবেক লেগস্পিনার।

গত বছরের এপ্রিলে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন মুশতাক। চুক্তি অনুযায়ী গেল বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই টাইগারদের সঙ্গে তার কাজ করার কথা ছিল। বিশ্বকাপে তার অধীনে দারুণ পারফরম্যান্স করেছিল টাইগার স্পিনাররা। তাই এই কিংবদন্তিকে দীর্ঘমেয়াদি চুক্তিতে টাইগার শিবিরে রাখার পরিকল্পনা ছিল বিসিবির।

তবে মুশতাক ইংল্যান্ড ক্রিকেট বোর্ডসহ অন্যান্য চুক্তিতে থাকায় দীর্ঘমেয়াদি চুক্তি হয়নি। তবে ফাঁকা সময়ে বাংলাদেশে এসে কাজ করেছেন তিনি। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ, দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন তিনি। এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করার আগ্রহের কথা জানিয়েছিলেন মুশতাক। অবশেষে এই পাকিস্তানি কোচের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে যাচ্ছে বিসিবি।

আরও পড়ুন:

» ব্রাজিলের জার্সিতে ফের একসঙ্গে দেখা যাবে নেইমার ও অস্কারকে?

» পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন তামিম ইকবাল 

২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে মুশতাকের সঙ্গে ২ বছরের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মুশতাক। তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে ম্যানেজারের সঙ্গে আমার কথা হয়েছে। বিসিবি আমাকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দুই বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। আমি এই ব্যাপারে বেশ সম্মানিত অনুভব করছি। একজন কোচ হিসেবে আমার কাজের প্রতিফলন ঘটাবে কিছু সময় প্রয়োজন।’

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন দেশে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে ডিপিএলকে সামনে রেখে খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না ক্রিকেটাররা। তাছাড়া এপ্রিলেই ২টি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তাই বাইশ গজে বেশ ব্যস্ত সময় পার করতে হবে টাইগারদের।

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট