Connect with us
ফুটবল

বিশ্বকাপ বাছাইপর্বের আগে মেসিকে নিয়ে দুঃসংবাদ

গত মাসে মায়ামির হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন মেসি

২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনাসহ সব দলই এখন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিতে মুখিয়ে আছে। তবে এরই মধ্যে বাছাইপর্বের ম্যাচ ঘিরে দুঃসংবাদ এসেছে লিওনেল মেসিকে নিয়ে। গত মাসে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন মেসি।

ইনজুরিতে থাকার পরও আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়। তবে প্যারাগুয়ের সাথে এখনো অনিশ্চিত মেসি। শুক্রবার (১৩ অক্টোবর) লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

পেশির চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেনি মেসি। তাই শুক্রবার তার মাঠে নামার ব্যাপারে এখনো নিশ্চিত নয় স্কালোনি। স্কালোনি বলেন, ‘শুক্রবারের ম্যাচের আগে ভালো অনুশীলন করেছে মেসি। তার জন্য, আরও একটি প্রশিক্ষণ সেশন গুরুত্বপূর্ণ এবং সে খেলবে কি না তা নির্ধারণ করতে আমি তার সাথে কথা বলব এবং তারপর নিশ্চিত হতে পারবো যে সে শুরু করতে পারবে কি না।’

স্কালোনি আরো বলেন,’ প্যারাগুয়ের সাথে ম্যাচের চারদিন পর পেরুর বিপক্ষে আমাদের আরেকটি ম্যাচ রয়েছে, সেই ব্যাপারেও চিন্তা করতে হবে। তাই সে যদি খেলতে স্বাচ্ছন্দ্যবোধ না করে তাহলে আমাদের বিকল্প খুঁজতে হবে। ‘

মেসি খেলতে না পারলে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে দেখা যাবে শুরুর একাদশে। বর্তমানে অনেক ভালো ছন্দে রয়েছে এরা। তাই দল তাদের উপর অনেকটাই নির্ভর করবে।

আরও পড়ুন: আবারও টাইগারদের সামনে সেই রান রেটের সমীকরণ

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল