Connect with us
ফুটবল

লেভারকুসেনের সামনে ট্রেবল জয়ের হাতছানি

ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর লেভারকুসেন। ছবি- সংগৃহীত

২০২৩/২৪ মৌসুমের আগে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের মোট শিরোপা সংখ্যা ছিল মোটে ২টি। তারাই এবার জাবি আলোনসোর হাত ধরে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর হয়ে আছে। গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্ব ভেঙে বুন্দেসলিগা জিতেছে। এখন বাকি শুধু লিগ কাপের ফাইনাল আর ইউরোপা লিগ। লেভারকুসেনের সামনে ট্রেবল জয়ের হাতছানি দিচ্ছে।

গতকাল (১৮ এপ্রিল) ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে মাঠে নামে জাবির লেভারকুসেন। ওয়েস্ট হ্যামের মাঠে ম্যাচটি জিততে না পারলেও ১-১ সমতায় শেষ হয়। আর দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে ঠিকই ইউরোপার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। সঙ্গে টানা ৪৪ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ডটিও টিকিয়ে রাখলো তারা।

বৃহস্পতিবার রাতে লন্ডন স্টেডিয়ামে অবশ্য কষ্টার্জিত ফলই পেতে হয়েছে লেভারকুসেনকে। ঘরের মাঠে ২-০ গোলে জিতে এদিন ফুরফুরে মেজাজেই মাঠে নেমেছিল জার্মান চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচের ১৩তম মিনিটেই গোল খেয়ে বসে তারা।

জার্ড বোয়েনের ক্রস থেকে হেডে গোল করে ওয়েস্ট হ্যামকে শুরুতেই এগিয়ে দেন মিখায়েল আন্তনিও। ম্যাচের প্রথমার্ধে বলতে গেলে ওয়েস্ট হ্যামের কাছে তেমন পাত্তাই পায়নি সফরকারীরা।

তবে দ্বিতীয়ার্ধে দুই দলেরই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ কিন্তু কোনো দলই আর জালের দেখা পাচ্ছিল না। যদিও স্কোরলাইন এমন থাকলেও সেমিতে উঠতে কোনও সমস্যা হতো না লেভারকুসেনের। কিন্তু অপরাজিত থাকার রেকর্ডটির এখানেই ইতি ঘটতো।

সেটি আর হতেও দেননি লেভারকুসেনের ডাচ ফুটবলার জেরেমি ফ্রিমপং। তার নৈপুণ্যেই ৮৯ মিনিটে গোল দিয়ে ১-১ সমতায় ম্যাচ শেষ করে তারা। সাথে মৌসুমে টানা ৪৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটিও অক্ষুণ্ণ রাখতে পারলো জাবির দল।

ইতোমধ্যে গত সপ্তাহেই প্রথমবারের মত বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করেছে তারা। এখন লিগ কাপের ফাইনাল ও ইউরোপা লিগ জিতলেই ট্রেবল জয়ের গৌরব অর্জন করবে জার্মান ক্লাবটি।

উল্লেখ্য, পুরো মৌসুম অপরাজিত থাকতে হলে বায়ার লেভারকুসেনকে লিগের বাকি পাঁচ ম্যাচে, লিগ কাপ ফাইনালে এবং ইউরোপা লিগের সেমি এবং ফাইনালে হারা যাবে না। তাহলেই ইউরোপের একমাত্র অপরাজিত দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়বে লেভারকুসেন।

জার্মান চ্যাম্পিয়নদের পরবর্তী ম্যাচ বুন্দেসলিগায় ২১ তারিখ রাত সাড়ে ৯ টায়, প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৪/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল