বেয়ার লেভারকুসেনের ২০২৩/২৪ মৌসুমে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন হওয়া রূপকথার চেয়ে যেন কোনো অংশেই কম নয়। এক ঘোড়ার দৌড় বলে পরিচিত বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের একনায়কতন্ত্রের হিসেব কার না জানা!
অথচ টানা ১১ বছর ধরে শিরোপা ঘরে তোলা সেই বাভারিয়ানদের দৌরাত্ম্যকেই একদম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিল তারা। ক্লাব ইতিহাসে প্রথমবারের জার্মানির চ্যাম্পিয়ন হলো আজকের আগে ১২০ বছরের ইতিহাসে মোটে ২ শিরোপা জেতা লেভারকুসেন।
অথচ ২০২২ সালের অক্টোবরে যখন জাবি আলোনসো দলের ম্যানেজার হোন, তখন ১৮ দলের পয়েন্ট টেবিলে লেভারকুসেনের অবস্থান ছিল ১৭ ‘তে। অবনমনের ভয়ে থাকা লেভারকুসেনে এক বছরের মধ্যেই যেন জাদুর কাঠির ছোঁয়ায় মরা নদীতে জোয়ার আনলেন জাবি।
সেটাও আবার ২৩/২৪ মৌসুমে ইউরোপের টপ ফাইভ লিগে একমাত্র অপরাজিত দল হিসেবে লিগ শিরোপা ঘরে তোলার মধ্য দিয়ে। মাত্র ১৮ মাসের মধ্যে অবনমনের পথ থেকে করলেন জার্মানির রাজা।
এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ২৫ জয়ের বিপরীতে মাত্র ৪ ম্যাচ ড্র করেছে জার্মানির নতুন রাজারা, হারেনি একটি ম্যাচেও! লিগে সব মিলিয়ে প্রতিপক্ষের বিপক্ষে গোল করেছে ৭৪ টি, বিপরীতে হজম করেছে মাত্র ১৯ গোল।
লিগে পাঁচ ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে থেকে বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করলো লেভারকুসেন।
গতকাল রাতে (রবিবার) শিরোপা নিশ্চিত করার ম্যাচে ঘরের মাঠ বে এ্যারেনায় ওয়ের্ডার ব্রেমেনকে আতিথেয়তা জানায় জাবির দল। ২৫ মিনিটে স্পট কিক থেকে স্ট্রাইকার ভিক্টর বনিফেস বল জালে জড়ালে শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জীবিত হয়ে ওঠে।
পরে দ্বিতীয়ার্ধে গ্রানিত শাকার গোল এবং ফ্লোরিয়ান ভিরৎজের ২২ মিনিটের হ্যাট্রিকে ওয়ের্ডার ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বাভারিয়ানদের একক রাজত্বের পতন ঘটায় জার্মান লিগের নতুন চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: বিমানযাত্রায় প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন পিটারসেন
ক্রিফোস্পোর্টস/১৫এপ্রিল২৪/এমএস/এমএ/এসএ