Connect with us
ফুটবল

লেভানদভস্কির দুর্দান্ত হ্যাট্রিকে দাপুটে জয় বার্সার

রবার্ত লেভানদভস্কি। ছবি: সংগৃহীত

গতকাল (রোববার) রাতে আলাভেসের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। আক্রমণে দাপট দেখিয়ে আলাভেসের মাঠে ৩-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের শিষ্যরা। এ ম্যাচ শুরুর ৩২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন রবার্ত লেভানদভস্কি। স্প্যানিশ লা লিগার ইতিহাসে বার্সেলোনার হয়ে এটি চতুর্থ দ্রুততম হ্যাটট্রিক।

পোল্যান্ডের স্ট্রাইকারের লেভানদভস্কির দুর্দান্ত হ্যাট্রিকে জয় পায় বার্সা। এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে গেল কাতালানরা। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে তারা। এর আগে ওসাসুনার মাঠে ৪-২ গোলে হেরে গিয়েছিল বার্সা। চলতি আসরে টানা সাতটি জয় তুলে নেয় বার্সা। দুইয়ে থাকা শিরোপাধারী রিয়ালের পয়েন্ট ৯ ম্যাচে ২১।

বার্সায় হয়ে স্পেনের এ লিগে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড ক্যামেরুনের স্যামুয়েল ইতোর। ২০০৮ সালে আলমেরিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটের মাথা হ্যাটট্রিক করেন তিনি। দুইয়ে থাকা স্পেনের হুস্তো তেহাদা ১৯৫৪ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২৮ মিনিটের মধ্যেই ৩ গোল সমাপ্তি করেন। এ তালিকার তৃতীয় অবস্থানে আছেন বার্সার ইতিহাসের সেরা ফুটবলার আর্জেন্টিনার লিওনেল। তিনি ২০১১ সালে মায়োর্কার বিপক্ষে ৩০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন।

আরও পড়ুন: গায়ানাকে কাঁদিয়ে প্রথমবারের মত সিপিএল ট্রফি জিতলো সেল্ট লুসিয়া

খেলা শুরু ৭ মিনিটের মাথায় ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়ার ফ্রি-কিকে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে হেড করে বল জালে জোড়ান লেভানদভস্কি। ২২ মিনিটে রাফিনিয়ার পাসে খুব কাছ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। লেভানদভস্কির হ্যাটট্রিক পূরণ হয় ৩২ মিনিটে। স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার পাসে দারুণ ফিনিশ করেন পোল্যান্ডের এই স্ট্রাইকার।

এবারের মৌসুমের লা লিগার গোলদাতাদের তালিকায় শীর্ষ অবস্থানে আছেন লেভানদভস্কি। ৯ ম্যাচে ১০ গোল করেন এই ফুটবলার। সাথে দুইটি অ্যাসিস্টও আছে তার। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ১২ টি গোল করেন ৩৬ বছর বয়সী এই তারকা।

তবে জয়ের মাঝেও খারাপ খবর আছে বার্সার শিবিরে। ম্যাচের ষষ্ঠ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হোন স্পেনের ফরোয়ার্ড ফেরান তরেস। ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/০৭ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল