খেলা চলাকালীন মাঠে বজ্রপাতের ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। বজ্রপাতে বিভিন্ন সময়ে ফুটবলারদের আহত হওয়া ঘটনা ঘটলেও মৃত্যুর ঘটনা খুবই কম। তবে এবার পেরুতে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক ফুটবলার।
মধ্য পেরুতে একটি ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন বজ্রপাতে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেছেন এক ফুটবলার। এছাড়া পাঁচজন ফুটবলার গুরুতর আহত হয়েছেন।
দ্য মিরর, দ্য সান, সিএনএনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, পেরুর হুয়ানকায়ো শহরের কোটো কোটো স্টেডিয়ামে ফ্যামিলিয়া চোক্কার ও জুভেন্তুদ বেয়াভিস্তা ক্লাবের ম্যাচ চলছিল। তবে ম্যাচ শুরুর ২০ মিনিট পরেই ঝড়ের কারণে খেলা বন্ধ হয়ে যায়। খেলা বন্ধ হয়ে যাওয়া খেলোয়াড়রা মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন। আর তখনই বজ্রপাত হয়।
আরও পড়ুন:
» রোহিতের অনিশ্চয়তা ভুলে বুমরাহকে অধিনায়ক চান গাভাস্কার
» ম্যাচ ফিক্সিংয়ে বড় দুঃসংবাদ পেল ভারতের ৩ ক্লাব ও ২৪ ফুটবলার
বজ্রপাতের পর বেশ কয়েকজন খেলোয়াড় মাটিতে পড়ে যান। একজন খেলোয়াড়দের কাছে ধোঁয়া উড়তেও দেখা গেছে। তবে বজ্রপাতের পর কয়েকজন খেলোয়াড় মাঠ থেকে উঠতে পারছিলেন না। এসময় বেশি আহত হওয়া ডিফেন্ডার হুগো দে লা ক্রুজকে (৩৯) হাসপাতালে নেওয়ার সময় মৃত্যুবরণ করেন। এছাড়া বাকি কয়েকজন খেলোয়াড় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় স্থানীয় পৌরসভা এক বিবৃতিতে জানিয়েছে, আমরা হুগো দে লা ক্রুজের মর্মান্তিক মৃত্যুর জন্য তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়া বাকী যারা হাসপাতালে ভর্তি আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
বাকী পাঁচজনের মধ্যে গোলরক্ষক জুয়ান চোকা লাকতার অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল। তবে হাসপাতালে ভর্তির পর তার উন্নতি হয়েছে। এছাড়া দুইজন খেলোয়াড়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৪/বিটি