Connect with us
ফুটবল

অষ্টম ব্যালন ডি’অর বার্সেলোনাকে দিয়ে দিলেন মেসি

Lionel Messi donates eighth Ballon d'Or to Barcelona museum
ব্যালন ডি’অর হাতে লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

লিওনেল মেসি তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় পার করেছেন বার্সেলোনায় খেলে। বার্সার হয়ে দলীয় শিরোপার পাশাপাশি ব্যক্তিগত অনেক পুরস্কার অর্জন করেছেন এই ফুটবল তারকা। ক্যারিয়ারে ৪৪টি শিরোপা জিতেছেন এই আর্জেন্টাইন জাদুকর।

সম্প্রতি রেকর্ড অষ্টমবারের মতো ফুটবলারদের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জয় করেছেন লিওনেল মেসি। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ডের সাথে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত মেসির হাতেই উঠে পুরস্কারটি।

যদিও মেসির পুরস্কার পাওয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। এমনকি এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও এ নিয়ে সমালোচনা করেছেন।

এসব সমালোচনা নিয়ে কখনো মুখ খুলেননি লিওনেল মেসি। তবে আবারো নতুন করে ব্যালন ডি’অর নিয়ে আলোচনায় উঠে এসেছেন এই ইন্টার মায়ামি তারকা। গোলডটকমের খবর অনুযায়ী নিজের রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর বার্সেলোনার জাদুঘরে দান করেছেন মেসি।

এছাড়া আগের ৭টি ব্যালন ডি’অরও বার্সেলোনার জাদুঘরে দান করেছেন মেসি। স্প্যানিশ সাংবাদিক ব্লাজকুয়েজের বরাত দিয়ে এবিপি নিউজ জানায়, মেসি বার্সায় খেলার সময় জেতা ৬টি ব্যালন ডি’অর এবং পিএসজিতে থাকাকালীন জেতা ব্যালন ডি’অরের পাশাপাশি এটিও জাদুঘরে দান করতে চেয়েছিলেন। এ কারণেই নিজের রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর বার্সেলোনার জাদুঘরে দান করেছেন এই আর্জেন্টাইন তারকা।

আরও পড়ুন: স্পেনকে হারিয়েও টুর্নামেন্ট থেকে বিদায় নিলো আর্জেন্টিনা 

ক্রিফোস্পোর্টস/২০ফেব্রুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল