সবধরনের ফুটবলকে বিদায় বললেন বার্সেলোনার অন্যতম লিজেন্ড ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন বিষয়টি। সাবেক সতীর্থের এমন বিদায়ে নিজের ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। মেসি বলেন, ‘বল তোমাকে মিস করবে এবং আমরাও।’
মেসি এই তিন বছর লা লিগার অন্যতম দল বার্সেলোনার হয়ে না খেললেও। বিগত ২০ বছর ধরে খেলেছেন বার্সেলোনায়। সেই পুরোনো ক্লাবের অন্যতম সদস্য ইনিয়েস্তা আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। ইনিয়েস্তার সাথে মেসির ছিল খুবই ভালো সম্পর্ক। তাই ইনিয়েস্তার বিদায়ে মেসি তাঁর জাতীয় দলের অনুশীলনের ফাঁকে ইনিয়েস্তাকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন।
মেসি তাঁর ইনস্টাগ্রামে লেখেন, ‘বার্সায় থাকাকালে আমি যাদের সাথে সবচেয়ে বেশি ফুটবলটাকে উপভোগ করেছি ইনিয়েস্তা তাঁদের মধ্যে একজন। সে একজন অবিশ্বাস্য এবং জাদুকরি ফুটবলার। বল তোমাকে মিস করবে এবং আমরাও ভীষণ মিস করবো। তুমি একজন বিস্ময়কর ফুটবলার। তোমার জন্য সর্বদা শুভ কামনা রইল।’
মেসি ও ইনিয়েস্তা জুটি বেঁধে মাঠ কাঁপিয়েছে ১৪ বছর। সেই সঙ্গে বার্সাকে উপহার দিয়েছে অনবদ্য সব কীর্তি ও শিরোপা। ইনিয়েস্তার বার্সা ক্যারিয়ার শুরু হয় ২০০২ সালে। অন্যদিকে মেসি বার্সেলোনার মূল ক্লাবে খেলতে শুরু করেন ২০০৪ সালে। এরপর থেকে ইনিয়েস্তা ও মেসি জুটি বেঁধে খেলে গেছেন বার্সার হয়ে। দুজনে বার্সার হয়ে খেলার সময় তাঁরা বার্সাকে উপহার দিয়েছে ৯টি লা লিগা এবং ৪টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এছাড়াও বার্সার হয়ে তাঁরা জিতেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার, স্প্যানিশ সুপার লিগ এবং কোপা দেল রে এর মতো শিরোপা।
ইনয়েস্তা জাতীয় দলের খেলায় স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপ, ২০০৮ এবং ২০১২ সালে ইউরো জিতেছেন। অন্যদিকে মেসি জিতেছেন ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালে জিতিছেন ফিনালিসিমা এবং ওয়াল্ড বিশ্বকাপ।
ইনিয়েস্তা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস নামে একটা ক্লাবে খেলছেন। অন্যদিকে মেসি বর্তমানে আমেরিকার মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন।
২০১৮ সালে ইনিয়েস্তার জাপানের ক্লাব ভিসেল কোবেতে যোগ দেওয়ার মাধ্যমে মেসি ও ইনিয়েস্তা জুটির অবসান ঘটলেও তাদের মধ্যে যে এখনও একটা আত্মিক সম্পর্ক রয়েছে সেটা বোঝা যায় মেসির আবেগঘন পোস্টের মাধ্যমে।
আরো পড়ুন : অক্ষর প্যাটেলের পরিবারে আসছে নতুন সদস্য
ক্রিফোস্পোর্টস/ ০৮অক্টোবর২৪/এসআর