গত অক্টোবরেই রেকর্ড সর্বোচ্চ অষ্টম ব্যালন ডি’অর পুরষ্কার জিতেছেন লিওনেল মেসি। এক মাস পেরোতেই মেসির অর্জনের তালিকাইয় যুক্ত হলো আরেকটি নাম। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ‘টাইমস’ এর ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ ঘোষিত হয়েছেন ফুটবলের এই মহাতারকা।
অনেক আগেই ফুটবলের প্রায় সবকিছুই অর্জন করেছিলেন লিওনেল মেসি। শুধু আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতাটাই বাকি ছিল তার। আর সেটাও পূর্ণ করেছেন ২০২২ কাতার বিশ্বকাপে। তবুও দিন দিন অর্জনের তালিকাটা দীর্ঘই হচ্ছে ৩৬ বছর বয়সী এই ফুটবলারের।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ‘টাইমস’ এক বিবৃতিতে লিওনেল মেসিকে বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে ঘোষণা করে। বিখ্যাত এই ম্যাগাজিনটি মেসির ফুটবল কীর্তি নিয়ে অনেক প্রশংসা করে।
‘টাইমস’ ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার বড় দাবিদার ছিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচও। তিনি ২০২৩ সালে অস্ট্রেলিয়া ওপেন, ইউএস ওপেন ও ফ্রেঞ্চওপেনের শিরোপা জিতেছেন। তবে শেষ পর্যন্ত লিওনেল মেসিকেই বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে ঘোষণা করেছে ‘টাইমস’ ম্যাগাজিন।
গত জুনে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। এরপর তার হাত ধরেই ক্লাব ইতিহাসের প্রথম ট্রফি জিতে নেয় মায়ামি। মায়ামির হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১৩ টি গোল করেছেন মেসি।
আরও পড়ুন: মেসির সাথে মায়ামিতে যোগ দিতেই কি ক্লাব ছাড়লেন সুয়ারেজ?
ক্রিফোস্পোর্টস/০৫ডিসেম্বর২৩/এমটি