সাম্প্রতিক সময়ে লিওনেল মেসির পায়ের মাংসপেশিতে চোট পাওয়ার বিষয়টি বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যেমন, আজ (২৬ জুন) চিলি বনাম আর্জেন্টিনার ম্যাচ চলাকালীনও পায়ের মাংসপেশির অস্বস্তিতে খেলার ২৪ মিনিটের মাথায় মাঠ থেকে উঠে যেতে হয় লিওকে। পরে অবশ্য সাইডলাইনে কিছু সময়ের শুশ্রূষা শেষে ফের মাঠে ফেরেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর পুরো ম্যাচটা শেষও করেছেন।
ম্যাচ শেষে এ বিষয়ে মেসি নিজেও কথা বলেছেন। মাংসপেশিতে অস্বস্তির বিষয়টি জানিয়ে বলেন, আগামীকাল স্থানীয় সময় বুধবারে ফিটনেস টেস্ট করাবেন। এরপর সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিবেন। পাশাপাশি আলবিসেলেস্তে দলপতি আরও জানান, চিলির বিপক্ষে তিনি জ্বর ও গলাব্যথার সমস্যা নিয়ে ম্যাচ খেলেছেন।
খেলা শেষে ইনজুরি নিয়ে প্রশ্নের জবাবে বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, খানিক অস্বস্তিতে ছিলাম তবে ভালোভাবেই খেলাটা শেষ করতে পেরেছি। আমি তেমন কোন চাপ অনুভব করিনি। যদিও আমার পেশি শক্ত হয়ে যাচ্ছিল, ওই মুহুর্তে স্বাভাবিক চলাফেরা করাই তখন কঠিন মনে হচ্ছিল। তবে আশা করি, এটা তেমব গুরুতর কিছু হবে না৷ দেখা যাক কি হয়।’
টিওয়াইসি স্পোর্টস বিশ্বস্ত সূত্রের বরাতে জানিয়েছে, কাল মেসি তার অ্যাডাক্টর পেশিতে স্ক্যান করাবেন। চলতি মৌসুমের শুরু থেকেই মেসিকে এই সমস্যায় ভুগতে দেখা গেছে। যার ফলে তার ক্লাব ইন্টার মায়ামির হয়েও বেশ কিছু ম্যাচে তাকে একাদশে পাওয়া যায়নি।
এছাড়া মেসি তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও মুখ খোলেন, ‘আমার কিছু দিন ধরে হলো গলাব্যথা ও জ্বর হয়েছ। এগুলোর প্রভাবেই আজ হয়তো ক্লান্ত অনুভব করছি। তবে এটা সাময়িক সমস্যা।’
আজ চিলির বিপক্ষে শেষ সময়ের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে মেসি বাহিনী৷ এতে গ্রুপে শেষ ম্যাচে একাদশে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। মেসির কথাতেও তার আভাস পাওয়া গেল, ‘আমি এখনো সেরে ওঠার প্রক্রিয়ায় আছি। আমাদের সামনে টানা কিছু খেলা রয়েছে। অনেক ভ্রমণও করতে হবে। সামনের ম্যাচগুলো নিয়ে আমাদের ভাবতে হবে।’
ক্রিফোস্পোর্টস/২৬জুন২৪/এমএস