Connect with us
ফুটবল

এবার নতুন জার্সি গায়ে জড়াবেন লিওনেল মেসি

Lionel Messi
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপ জয়ের পর গত বছর পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে পাড়ি জমান লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে নতুন করে শুরু করেছিলেন নিজের পথ চলা। যেখানে মেসির পুরনো অনেক সতীর্থও পাড়ি জমিয়েছেন এই ক্লাবটিতে। এবার নতুন জার্সি গায়ে জড়াতে চলেছেন এই আর্জেন্টাইন তারকা।

মূলত নতুন বছর নিজেদের যাত্রা নতুন উদ্যোগে শুরু করতে ২০২৫ সালের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে ইন্টার মায়ামি। যেখানে দেখা যায় জার্সির ডিজাইন ও রংসহ বিভিন্ন কিছুতেই এসেছে নানা পরিবর্তন। এমনকি জার্সির নতুন নামও প্রকাশ করা হয়েছে– ফর্টিটিউড জার্সি।

গতকাল নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও প্রকাশের মাধ্যমে জার্সি উন্মোচন করে। যেখানে দেখা যায় নতুন জার্সি পরিহিত অবস্থায় বিভিন্ন ধরনের ভঙ্গিতে ছবি তুলছেন লিওনেল মেসি। স্লিক প্যাটার্নে শার্টে কালো ও ধূসর রং ব্যবহার করা হয়। পাশাপাশি জার্সির ক্রেস্ট, পৃষ্ঠপোষক ও হাতায় ছিল ক্লাবটির আইকনিক গোলাপি রং।

Inter Miami new Jersey; Lionel Messi

ইন্টার মায়ামির নতুন জার্সি।

এদিকে জার্সির নাম ফর্টিটিউড রাখার ব্যাখ্যা এক বিবৃতিতে জানিয়েছে ক্লাবটি। মূলত লাতিন শব্দ ‘ফোর্টিস’ এবং স্প্যানিশ শব্দ ‘ফোর্টালেজা’র সংমিশ্রণে এসেছে– ফর্টিটিউড। ফোর্টিসের অর্থ শক্তি এবং ফোর্টালেজ শব্দ দিয়ে দৃঢ়তা ও সংকল্প বোঝায়। জানা যায় ক্লাব ভক্ত সমর্থক ও ইন্টার মায়ামি সম্প্রদায়ের দৃঢ় সংকল্পের বিষয়টি বোঝানো হয়েছে এখানে।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফির ধোঁয়াশা কেটেছে, বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে!

» রিয়াল মাদ্রিদের ম্যাচসহ আজকের খেলা (১৪ ডিসেম্বর ২৪)

২০২৩ সালে এমএলএসের এই ক্লাবে যোগ দিয়ে চলতি বছর প্রথমবারের মতো দলটিকে লিগস কাপের শিরোপা জিতিয়েছেন মেসি। এছাড়া সম্প্রতি সাপোর্টার্স শিল্ড জয়ের ফলে ফিফা ক্লাব বিশ্বকাপেও প্রথমবারের মতো নাম লিখিয়েছে মেসির দল। এখন পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে ৩৯ ম্যাচে ৩৪ গোল ও ১৮ অ্যাসিস্ট করেছেন মেসি।

ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল