Connect with us
ফুটবল

মেজর লিগে বর্ষসেরার পুরস্কার জিতলেন লিওনেল মেসি

Lionel Messi win Most valuable player of the year in MLS 2024
লিওনেল মেসির জিতলেন এমভিপি। ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপ জয়ের পর গত বছর পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে পাড়ি জমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। কিছু দিন আগেই ইন্টার মায়ামির হয়ে সাপোর্টারস শিল্ড জিতেছেন তিনি। এবার মেজর লিগ সকার ফুটবলে বর্ষসেরা ফুটবলার পুরস্কার পেলেন এই আর্জেন্টাইন তারকা।

চলতি বছর বেশ কিছুদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মেসি। তবে বাকি সময়ে তিনি ইন্টার মায়ামির হয়ে খেলেছেন ১৯ ম্যাচ। যেখানে এই তারকা ফুটবলার তার নামের পাশে লিখেছেন ২০ গোল। পাশাপাশি ১৬ গোল করতে সহায়তা করেছেন সতীর্থদের। নিজের এমন পারফরম্যান্স দিয়েই এবার বাজিমাত করেছেন মেসি।

এমএলএসের এই মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার পুরস্কার দেওয়া হয় খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে। যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নামানুসারে পুরস্কারটির নামকরণ করা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।’ প্রথমবারের মতো পুরস্কারটি নিজের করে নিয়েছেন মেসি।

লিওনেল মেসি ইন্টার মায়ামির জন্য কতটা গুরুত্বপূর্ণ ফুটবলার তা স্পষ্ট হয়েছে বেশ কিছুদিন তিনি দলের বাইরে থাকায়। যার প্রভাবে এমএলএস লিগে ভালো খেললেও প্লে-অফ থেকে বিদায় নিতে হয় তাদের। আর এই কারণে ব্যক্তিগত পুরস্কার নিয়ে খুব একটা সন্তুষ্ট নন মেসি। পরেরবার এমএমএস লিগ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

» প্রতিষ্ঠার ৩য় বর্ষে ক্রিফো স্পোর্টস ডটকম

» গোল পেলেন রোনালদো, তবে জয় ছিনিয়ে নিল বেনজেমার দল

এদিকে সর্বোচ্চ ভোট পেয়ে এবার টুর্নামেন্টের বর্ষসেরা ফুটবলার হয়েছেন মেসি। যেখানে ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়ে সেরা হন তিনি। কলম্বাসক ফরোয়ার্ড কুচো হার্নান্দেজ দ্বিতীয় সর্বোচ্চ ৩৩.৭০ছখ ভোট পান। মেসির পাশাপাশি সতীর্থ লুইস সুয়ারেজসহ সেই লড়াইয়ে আরও তিনজন থাকলেও, দশ শতাংশ ভোটও পাননি কেউ।

তবে পুরস্কার জিতেও নিজের হতাশার কথা তুলে ধরেছেন লিওনেল মেসি। এক গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন এমএলএস লিগের ফাইনাল খেলতে না পারার আক্ষেপের কথা। তিনি বলেছেন ব্যক্তিগত এই পুরস্কার জয়ের থেকে এমএলএস লিগ জয়ের স্বপ্ন তিনি বেশি দেখেছেন। পরবর্তীবার সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি।

ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল