Connect with us
ফুটবল

আর্জেন্টিনা ছাড়ার গুঞ্জনের মধ্যেই মুখ খুললেন লিওনেল স্কালোনি

lionel scaloni
লিওনেল স্কালোনি। ছবি- সংগৃহীত

আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি হঠাৎ দল ছাড়ার চিন্তা করবেন এটা কে ভেবেছিল? সম্প্রতি ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোতে মারাকানার মাঠে লঙ্কাকাণ্ডের পর এমন চিন্তাই মাথায় এনেছেন তিনি। শুধু তাই নয়—সুপার ক্লাসিকো জয়ের পর নিজেই জানিয়েছিলেন সেই চিন্তার কথা।

মূলত মারাকানার মাঠে গ্যালারিতে মারামারি, কোচের কথা না শুনে মেসিদের মাঠ ছেড়ে যাওয়ায় চটেছেন বিশ্বকাপজয়ী এ কোচ। গুঞ্জন রয়েছেন—ওই ঘটনার পর থেকে লিওনেল মেসির সঙ্গেও নাকি মনোমালিন্য চলছে তার।

এছাড়া আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো দাবি করছে, দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গেও নাকি ঝামেলা তৈরি হয়েছে স্কালোনি। এসবের জেরেই নিজেরেই পদ থেকে সরে যেতে চান কোচ স্কালোনি।

গুঞ্জন উড়ছিল কোপা আমেরিকার ড্র তেও নাকি তাকে দেখা যাবে না। অবশেষে সেই গুঞ্জনের আগুনে পানি ঢেলে মাঠে উপস্থিত হয়েছেন তিনি। আর্জেন্টিনা ছাড়ার গুঞ্জনের মধ্যে আবারও মুখ খুলেছেন লিওনেল স্কালোনি।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লিওনেল স্ক্যালোনি জানান, জাতীয় দলের সঙ্গে থাকবেন নাকি সরে যাবেন, এ বিষয়টি নিয়ে এখনো ভাবছেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, নীতিগতভাবে আমি এখানে আছি। কেননা এখনো আমিই কোচ। আমি ব্রাজিলের সঙ্গে খেলার পরই বলেছিলাম কোচের দায়িত্ব নিয়ে ব্যক্তিগতভাবে ভাবছি। আমি এখনো সেই অবস্থায় আছি। আমি কী করতে যাচ্ছি, তা নিয়ে আমাকে ভাবতে হবে।

তবে ফেডারেশন সভাপতি তাপিয়ার সঙ্গে সম্পর্কের অবনতির বিষয়টি উড়িয়ে দেন এই কোচ। তিনি জানান, ক্লাউদিও তাপিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন : কোপা আমেরিকা: দেখে নিন আর্জেন্টিনা-ব্রাজিল কোন গ্রুপে

ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল