ডান পায়ের হাঁটুর লিগামেন্টে গুরুতর ইনজুরিতে পড়ে অন্তত আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। এর ফলে চলতি মৌসুমের বাকী প্রায় অনেকগুলো ম্যাচই মিস করবেন এই বিশ্বকাপজয়ী তারকা।
গত রবিবার (৪ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে পরাজিত করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে ৭১ মিনিটের মাথায় ডান পায়ের হাঁটুতে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন লিসান্দ্রো মার্টিনেজ। পরবর্তীতে ম্যানচেস্টার ইউনাইটেডে এক বিবৃতির মাধ্যমে তার দীর্ঘদিনের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, মার্টিনেজের ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মেডিকেল টিম এই বিষয়টি নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে অন্তত আট মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি মৌসুমের শেষ দিকে আবারো সে মাঠে ফিরবে।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ বলেন, ‘সে হতাশায় ভেঙে পড়েছে। তার জন্য আমরা অনেক দু:খিত। আসলে এই ধরনের ইনজুরি কখনই কাম্য নয়। সে আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এ কারণে তার ইনজুরি নিয়ে আমরাও অনেক হতাশ।’
এর আগেও ইনজুরির কারণে অনেকদিন মাঠের বাইরে কাটিয়েছেন মার্টিনেজ। এর ফলে চলতি মৌসুমে অনেকগুলো ম্যাচে খেলতে পারেননি তিনি। পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে মৌসুমের শেষভাগে আবারো মাঠে দেখা যেতে পারে ২৬ বছর বয়সী এই ফুটবলারকে।
আরও পড়ুন: লালকার্ডের ছড়াছড়ির ম্যাচে জিততে পারলো না আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি২৪/এমটি