Connect with us
ক্রিকেট

বিসিবি চাইলে পূর্ণ মেয়াদে অধিনায়ক হতে রাজি লিটন

Litton Kumar Das
বিসিবি চাইলে অধিনায়ক হতে রাজি লিটন। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে ভালো করতে পারেননি লিটন কুমার দাস। লাল বলের সিরিজের পর সাদা বলের সিরিজেও ব্যর্থ হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে ব্যাট হাতে না পারলেও অন্যভাবে নজর কেড়েছেন তিনি। অধিনায়কের দায়িত্ব নিয়ে সবাইকে মুগ্ধ করেছেন এই অভিজ্ঞ তারকা।

ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর লিটনকে টি-টোয়েন্টি সিরিজে বাদ দেওয়ার পক্ষে ছিলেন অনেক সমর্থক। তবে বিসিবির ভাবনায় ছিল অন্য কিছু। দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে টেস্ট ও ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন করেন মেহেদি হাসান মিরাজ। আর টি-টোয়েন্টি সিরিজে লিটনের কাঁধে দলের নেতৃত্ব তুলে দেয় বিসিবি। যা ছিল অবাক করার মতো।

তবের দলের দায়িত্ব নিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন লিটন। তার নেতৃত্বে ৬ বছর পর শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। একইসঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন:

» এবার ফাইনালে বাংলাদেশের মেয়েরা, প্রতিপক্ষ ভারত

» ‘নিজের ওপর রাগ হচ্ছিল, তবে আলহামদুলিল্লাহ অবদান রাখতে পেরে’ 

এই কীর্তির পেছনে ব্যাটার লিটনের খুব বেশি অবদান না থাকলেও অধিনায়ক লিটনের অবদান অনেক। উইকেটের পেছনে থেকে বেশ কয়েকটি বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যা দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এছাড়া উইকেটের পেছনে গ্লাভস হাতেও দুর্দান্ত ছিলেন এই তারকা।

Litton as Captain

টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে দারুণ করেছেন লিটন। ছবি- সংগৃহীত

লিটনের অধিনায়কত্বে মুগ্ধ হয়েছেন অনেকেই। তাই এবার তাকে পূর্ণ মেয়াদে দায়িত্ব দেওয়ার প্রশ্ন উঠেছে। তবে বিসিবি চাইলে লিটনও টাইগারদের নিতে প্রস্তুত আছেন।

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘বিসিবি চাইলে আমি দায়িত্ব নিতে রাজি আছি। এখানে আমার কোনো দ্বিমত নেই। আমি অধিনায়কত্ব বেশ উপভোগ করছি। আমার মাঠে অনেকদিনের অভিজ্ঞতা রয়েছে, সে অনুযায়ী সিদ্ধান্ত নেই। বোলাররাও মাঠে স্কিল দেখাচ্ছে। এতে আমার কাজ আরো সহজ হয়ে যায়।’

সম্প্রতি শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়েও গুঞ্জন উঠেছিল। দেশের অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছিলেন, শান্তকে চাইলে এক বা দুই ফরম্যাট থেকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে বিবেচনায় ছিল মিরাজ ও লিটনের নাম। সম্প্রতি মিরাজের নেতৃত্বে একটি টেস্ট জিতলেও চার ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে লিটনের নেতৃত্বে তিনটি টি-টোয়েন্টিতেই জিতেছে টাইগাররা। তাই এই সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশে নেতৃত্বে কোনো পরিবর্তন আনা হলে হলে বিসিবির ভাবনায় প্রথমেই থাকবেন লিটন।

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট