ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের ইতিহাসে বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব-মুস্তাফিজের আধিপত্যে এবার ভাগ বসিয়েছেন টাইগার উইকেট কিপার ব্যাটার লিটন দাস। এবার অপেক্ষা অভিষেকের।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যেতে পারে তাকে। দেশটির সংবাদ মাধ্যম নাইট সূত্রের বরাতে এমন ইঙ্গিতই দিয়েছে।
যে সমীকরণে লিটনকে খেলানো হতে পারে:
শুক্রবারের ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার নেওয়ার সুযোগ কাজে লাগিয়ে পাঁচ বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারে কেকেআর। প্রথম তিনটি ম্যাচেও পাঁচ বিদেশিকে খেলিয়েছে কলকাতা।
তারা হলেন— রহমানুল্লাহ গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, টিম সাউদি ও লকি ফার্গুসন।
এছাড়া দলে আরও তিন বিদেশি ক্রিকেটার আছেন। তারা হলেন— ডেভিড ওয়াইজ়ে, জেসন রয় ও লিটন দাস। তাদের মধ্যে জেসন-লিটন পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। জেসনকে সাকিব আল হাসানের পরিবর্তে দলে টেনেছে কেকেআর। আর ওয়াইজ ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় আছেন।
এদিকে প্রথম তিন ম্যাচেই ওপেনিং জুটি ভুগিয়েছে নাইটদের। তিনটি ম্যাচেই জুটি পরিবর্তন করা হয়েছে। যে কারণে হায়দরাবাদের বিপক্ষেও কেকেআর এর ওপেনিং জুটিতে পরিবর্তন আসতে পারে। সে ক্ষেত্রে জেসন ও লিটনের মধ্যে এক জনকে নামাতে পারে কলকাতা। সেটি হলে গুরবাজের সঙ্গে ওপেন করবেন লিটন। এছাড়া এ বিষয়ে লিটনের পাল্লাই বেশি ভারি।
এ সমীকরণে বিদেশি ক্রিকেটার- গুরবাজ, লিটন, রাসেল ও নারাইনকে খেলাতে পারে কলকাতা। পরে ফিল্ডিংয়ে নেমে গুরবাজ-লিটন এই দুই উইকেটরক্ষক ব্যাটারের মধ্যে এক জনকে তুলে নেওয়া হতে পারে। এর বদলে এখানে নতুন নিয়ম ইমপ্যাক্ট প্লেয়ার সুবিধায় লকি ফার্গুসনকে নামাতে পারে কেকেআর।
এতে বোলিং ইউনিটে শক্তি বাড়ার পাশাপাশি পাঁচ বিদেশিকে খেলাতে পারবে। আর এমন সুযোগ নেওয়ার সম্ভাবনাই বেশি।
আরও পড়ুন: মুস্তাফিজদের কড়া বার্তা দিলেন দিল্লির টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি
ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৩/এসএ