সবশেষ টেস্ট সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে ২-০ তে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই ইতিহাস গড়া সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন লিটন কুমার দাস। বিশেষ করে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে টাইগাররা শুরুতেই ৬ উইকেট হারানোর পর তার সেঞ্চুরিতে ভর করেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৩৮ রানে সেই গুরুত্বপূর্ণ ইনিংসের পর সবদিক থেকেই প্রশংসা কুড়াচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটনকে সঙ্গ দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এই লো-অর্ডার ব্যাটার সেঞ্চুরি করতে ব্যর্থ হলেও খেলেন ৭৮ রানের এক মহাগুরুত্বপূর্ণ ইনিংস। প্রথম টেস্টেও এক ইনিংস ব্যাট করে ৭৭ রান করেছিলেন তিনি। তাই প্রশংসায় ভাসছেন এই অলরাউন্ডারও।
এবার মিরাজকে নিয়ে প্রশংসা ঝরলো লিটনের মুখ থেকে। মিরাজকে ব্যাটার হিসেবে নিজের থেকেও ভালো মনে করেন তিনি।
ভারত সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ দল। আজ (মঙ্গলবার) অনুশীলনের এক ফাঁকে সংবাদ সম্মেলনে আসেন লিটন। এসময় মিরাজের প্রশংসা করে তিনি বলেন, ‘নিচের দিকেও ভালো ব্যাটার রয়েছে। মিরাজ আমার থেকেও ভালো ব্যাটার।’
আরও পড়ুন:
» শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়
» মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, সরাসরি দেখবেন যেভাবে
এছাড়া টেস্ট ক্রিকেটে ভালো খেলার কৌশল জানিয়ে লিটন বলেন, ‘টেস্ট ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনার হাতে অনেক সময় থাকে। জিরো থেকে উন্নতি করার জন্য সারাদিন সময় আছে। আমি অনুশীলনের সময় এভাবেই খেলার প্রস্তুতি নেই।’
ভারত বিপক্ষে আসন্ন দুই টেস্টে লিটনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। এছাড়া ব্যাটিং-বোলিং দুই বিভাগেই মিরাজের দিকে তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।
ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৪/বিটি