চলছে বিপিএলের আসন্ন একাদশ আসরের প্লেয়ারস ড্রাফট। এরই মধ্যে শেষ হয়েছে ড্রাফটের প্রথম পর্বের লোকাল ও বিদেশী ক্রিকেটার দলে নেওয়ার ধাপ। প্রথম সেটেই দেশীয় ক্রিকেটারদের মধ্য থেকে বড় কিছু নাম পেয়ে গেছে পরবর্তী মৌসুমের জন্যে নিজেদের দল। যেখানে বিপিএলের পুরনো ঠিকানায় ফিরেছেন মাশরাফি ও মাহমুদউল্লাহ রিয়াদ।
অর্থাৎ গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ডেরায় আবারও দেখা যাবে মাহমুদুল্লাহ রিয়াদকে। আর সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে ফের দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আগের আসর খেলা লিটন দাসকে দলে ভিড়িয়ে চমক দিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস।
এদিকে প্রথম সেটেই তাসকিন আহমেদকে দলে নিয়েছে দীর্ঘদিন পর বিপিএলে আসা উত্তরবঙ্গের দল দুর্বার রাজশাহী। শামীম হোসেন পাটোওয়ারী গেছে চিটাগাং কিংসে। হাসান মাহমুদের নিয়েছে খুলনা টাইগার্স। তরুণ পেসার নাহিদ রানা গেছেন রংপুর রাইডার্সের ডেরায়। রনি তালুকদার পেয়েছেন সিলেট স্ট্রাইকার্স।
আরও পড়ুন:
» সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ পাকিস্তানকে সমর্থন করবে ভারত?
» ঢাকাকে না করে রংপুরের ডেরায় নাম লেখালেন বিশ্বকাপজয়ী তারকা
এদিকে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ উইকেট শিকারি লেগ স্পিনার রিশাদ হোসেন ড্রাফটের প্রথম পর্বে এখন পর্যন্ত পাননি কোন দল। এছাড়া রংপুর রাইডার্সে গেছেন হার্ড হিটার ব্যাটার সৌম্য সরকার। পারভেজ ইমন গেছেন চিটাগাং কিংসের শিবারে। রনি তালুকদার সিলেট স্ট্রাইকার্সে।
সেট ১ – রাউন্ড ১
তাসকিন আহমেদ- দুর্বার রাজশাহী
লিটন কুমার দাস – ঢাকা ক্যাপিটালস
শামীম হোসেন পাটোওয়ারী – চিটাগাং কিংস
হাসান মাহমুদ – খুলনা টাইগার্স
নাহিদ রানা – রংপুর রাইডার্স
রনি তালুকদার – সিলেট স্ট্রাইকার্স
মাহমুদউল্লাহ রিয়াদ – ফরচুন বরিশাল
সেট ১ – রাউন্ড ২
তানভির ইসলাম – ফরচুন বরিশাল
মাশরাফি বিন মর্তুজা – সিলেট স্ট্রাইকার্স
সাইফ হাসান – রংপুর রাইডার্স
নাইম শেখ- খুলনা টাইগার্স
পারভেজ ইমন – চিটাগাং কিংস
হাবিবুর রহমান সোহান – ঢাকা ক্যাপিটালস
জিসান আলম- দুর্বার রাজশাহী
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৪/এফএএস