গ্লোবাল টি-টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশি ওপেনার লিটন কুমার দাসের দল সারে জাগুয়ার্স। মন্থর পিচে সারে জাগুয়ার্সের সাথে রানের পাহাড় গড়তে ব্যর্থ হয়েছে লিটন দাস।
তবে , ১৪০ রানের টার্গেট দিয়েও ম্যাচ জিততে সমস্যা হয়নি লিটনের দলের। ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারেই বিপক্ষ দল ভ্যাঙ্কুভার নাইটসকে ১০১ রানে অলআউট করে দেয় লিটনের দল সারে জাগুয়ার্স।
ব্রাম্পটনের সিএএ সেন্টারে টস হেরে শুরু থেকেই ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছিল সারে। পাওয়ার প্লেতে তুলে নেয় ৪৫ রান। কিন্তু তার পরই খেই হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত তাদের স্কোরবোর্ড থামে ১৩৯ রানে ।
জবাবে কোনোমতে ১০০ রান পেরিয়ে সারের থেকে ৩৮ রান পেছনে থেকে সম্মানজনক পরাজয় বরন করে নেয় নাইটসরা।
সারের হয়ে শুক্রবার দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক ইফতিখার আহমেদ।
এ ছাড়া আয়ান খান ২৯ রান করেন। লিটন নিজেকে মেলে ধরতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১৬ রান। নাইটসের হয়ে জুনাইদ সিদ্দিক সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। রুবেন ট্রাম্পেলমেন ও কার্তিক মায়াপ্পান ২টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুনঃ প্রথম ম্যাচ শেষেই শাস্তি পেলো ভারত-ওয়েস্ট ইন্ডিজ
ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৩/এমএইচ/এজে