ঘুরে দাঁড়ানো এক বিশাল জয়ে এশিয়া কাপের সুপার ফোরে পা রেখেছে বাংলাদেশ। যেখানে ছিল বিদায়ের শঙ্কা সেখানে এখন ফাইনালের ওঠা স্বপ্ন দেখছে অনেক ভক্ত। এরই মধ্যে দলেও আসছে পরিবর্তন। প্রধান নির্বাচনের কথা মতো টাইগার শিবিরে যোগ দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।
কদিন আগেই বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই বলেছিলেন, লিটন সুস্থ হলে তাকে এশিয়া কাপে পাঠাবো। বাংলাদেশ সুপার ফোরে গেলে লিটন যোগ দেবে। আপাতত লিটন সুস্থ হয়েছে আর দলও সুপার ফোরে গেছে, তাই দুইয়ে দুইয়ে চার মিলেছে।
জানা গেছে, আজ সোমবার রাতে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবেন লিটন দাস। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত সোয়া নয়টায় ঢাকা ত্যাগ করবেন লিটন।
সূচি ও পয়েন্ট দেখে সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ হতে পারে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেখানেই আফগানিস্তানকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে সাকিববাহিনী। এখন পরের রাউন্ডের জমজমাট লড়াইয়ের অপেক্ষা।
আরও পড়ুন: গোল না করেও মেসি ম্যাজিকে জিতলো মায়ামি
ক্রিফোস্পোর্টস/৪সেপ্টেম্বর২৩/এজে