একমাত্র টেস্ট সিরিজ খেলতে বুধবার সকালে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ওই ম্যাচে নেতৃত্ব দেবেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস।
টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় ভারপ্রাপ্ত কাপ্তানের দায়িত্ব এসেছে লিটনের কাঁধে। মাঠের পারফর্মেন্সে তুঙ্গে থাকা লিটন শক্তিশালী আফগানদের নেতৃত্বের ভার কতটা বহন কররে পারবেন? তবে ২২ গজে পোড় খাওয়া এ ব্যাটারে আস্থা রেখেছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিটনের প্রশংসা করে হাথুরুসিংহে বলেন, ফল পেতে একটু অপেক্ষা করতে হয়, এখন আমরা এর সুফল পাচ্ছি। সেই অল্প বয়সের লিটনকে নিয়ে আমরা স্থির ছিলাম, এখন তো সুফল দেখছেন।
তিনি বলেন, কয়েক ম্যাচ পারফর্ম না করলে ছুঁড়ে ফেলা নয়, আপনি যদি প্রতিভা খুঁজে পান, তাহলে স্থির থাকতে হবে। সম্ভাবনা থেকে ফল পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে ২০১৫ সালে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত করা লিটন জাতীয় দলে পা দেন৷ জাতীয় দলের জার্সিতে শুরুটা বেশি রঙিন না হলেও তার ওপর তখনই আস্থা রেখেছিলেন আগের মেয়াদে দায়িত্ব পালন করা হাথুরু। তাই মিরপুরে বর্তমান লিটনকে নিয়ে একে একে দুই মিলিয়ে দিলেন। বর্তমানে তিন ফরম্যাটে ফর্মে তুঙ্গে থাকা লিটন আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।
টেস্টে বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে যাওয়া লিটন দাস আগের দিন জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেটটাই আসল ক্রিকেট, এটা হওয়াই অনেক বড় বিষয়। তার মধ্যে দেশকে নেতৃত্ব দেওয়াটা তো গর্বের।
আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ: ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ কবে, জানা গেল
ক্রিফোস্পোর্টস/১৩জুন২৩/এসএ