Connect with us
ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না লিটন দাসও

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে আগে ভাগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে বিশ্ব আসর শেষ হওয়ার পরেও বিশ্রামের তেমন একটা সুযোগ পাচ্ছে না ক্রিকেটাররা। চলতি মাসেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম টাইগার। ইতোমধ্যেই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে কিউইরা।

এদিকে বাংলাদেশ দল ঘোষণার আগেই জানা গেল নতুন খবর। দলে থাকছেন না ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। সাকিব, এবাদত ও তাসকিনের পর লিটনের না থাকার খবরও এসেছে।

নিউজিল্যান্ড বিপক্ষে ২৮ নভেম্বর ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশের দুটি টেস্ট ম্যাচ। যার জন্য ২১ নভেম্বর বাংলাদেশে আসছে অতিথিরা আগেই জানা গিয়েছিল এই সিরিজে চোটের কারণে দলে থাকবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এবার জানা গেল স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় বিসিবির কাছে ছুটি চেয়েছেন লিটন দাসও।

লিটনের দলে থাকা না থাকার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা তার চিঠি পেয়েছি। সেখানে তিনি তার পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে আমরা সকলে বসে ঠিক করে পরে সিদ্ধান্ত জানাবো।’

এদিকে দুয়েক দিনের মধ্যে বাংলাদেশের দল ঘোষণা করার কথা। আনুষ্ঠানিকভাবে কবে টেস্ট সিরিজের দল ঘোষণা করা হবে সে বিষয়ে নান্নু জানান, আগামীকালই দল ঘোষণা করে দেওয়া হবে।

সাকিবের বিষয়ে বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু বলেন, ‘আমরা জানি সাকিব চোটে আছেন। যতদিন তিনি সুস্থ না হবেন, ততোদিন তো আর খেলতে পারবেন না। এখন পর্যন্ত আমাদের সহকারী অধিনায়ক লিটন দাস আছেন। যদি তিনি না থাকেন পরবর্তীতে কি হবে তা দল ঘোষণা কালে জানিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে যা বললেন উইলিয়ামসন

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট