Connect with us
ক্রিকেট

লিটন দাস কামব্যাক করবেন বিশ্বাস মিরাজের

Miraz talk about Litton das
লিটন দাসের বাদ পড়া নিয়ে কথা বললেন মিরাজ। ছবি- সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষ ম্যাচের আগে লিটন দাসকে নিয়ে যেই পদক্ষেপ নেবেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু, সেটা হয়তো অনেকেই চিন্তা করতে পারেননি। লঙ্কানদের বিপক্ষে গোটা সিরিজে অফ ফর্মে থাকা লিটনকে টাইগারদের ওয়ানডে স্কোয়াড থেকেই বাদ দেয়া হয়েছে।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের হেসে খেলে হারিয়েছিল বাংলাদেশ। অবশ্য পরের ম্যাচেই টাইগারদের পরাজিত করে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। এতে করে শেষ ম্যাচ হয়ে উঠেছে দুই দলের জন্যেই অঘোষিত ফাইনাল। সিরিজ নির্ধারণী এই ম্যাচের আগেই ছাঁটাই হয়েছেন প্রথম দুই ম্যাচে কোন রান না করেই আউট হওয়া লিটন।

আগামীকাল সোমবার সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উঠে আসে লিটন দাসের দল থেকে বাদ পড়ার বিষয়টিও। যেখানে মিরাজ দিয়েছেন নিজের মতামত।

লিটন দাস দল থেকে বাদ পড়লেও নিজের ভুলগুলো শুধরে নিয়ে ফিরে আসবেন এমন টাই বিশ্বাস করেন মিরাজ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লিটনদা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি, যে ও বাদ পড়েছে এরকম কিছু না। ও আবার কামব্যাক করতে পারবে এটা আমি বিশ্বাস করি।’

অফ ফর্ম কাটিয়ে পুনরায় দলের সঙ্গে যুক্ত হওয়ার সামর্থ্য লিটনের আছে বলেই মনে করেন তিনি, ‘ওর ভিতর সেই সামর্থ্য আছে। আমরা জানি ও কী টাইপের প্লেয়ার লিটনদা। এখন বাদ পড়েছে এরকম কিছু না। এখন হয়ত একটু অফ ফর্মে আছে। আবার সে বাংলাদেশ দলে আসবে এটা আমি বিশ্বাস করি।’

আরও পড়ুন: আনচেলত্তির ডাবল সেঞ্চুরিতে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট