টেস্ট ক্রিকেট র্যাংকিংয়ে সুখবর পেয়েছেন টাইগার ব্যাটার লিটন দাস। দেশের হয়ে সেরা র্যাংকিংয়ে জায়গা পেয়েছেন ডান-হাতি এই ব্যাটার। ক্রিকেটের সর্বোচ্চ কর্তা আইসিসির প্রকাশিত সর্বশেষ ব্যাটিং র্যাংকিংয়ে তার অবস্থান এখন ১১ নম্বরে। দশ নম্বরে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের থেকে মাত্র ১৪ রেটিং পয়েন্ট কম লিটনের (৭০২)।
এর আগে গত সপ্তাহে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে উসমান খাজা, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটারদের পেছনে ফেলে ১২ নম্বরে উঠে এসেছিলেন লিটন। আর সেটাই ছিল বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সেরা র্যাংকিং। এবার আরো এক ধাপ এগিয়ে গেলেন।
এদিকে আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিংয়ে দুধাপ পিছিয়েছেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তালিকায় মুশফিক ২২তম ও সাকিব ৪২তম স্থানে রয়েছেন।
প্রসঙ্গত, ৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ক্রিকেটে ব্যাটিং তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। এছাড়া দ্বিতীয়স্থানে আছেন অজি ব্যাটার স্টিভেন স্মিথ। তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৩/এসএ
Sayeed
10/01/2023 at 8:45 অপরাহ্ন
good news