টপ অর্ডারে বাংলাদেশের ব্যর্থতা দীর্ঘদিনের পুরনো। দুয়েকটা ম্যাচ ভালো করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না টাইগাররা। তবে ওয়ানডে ক্রিকেটে যেন ব্যর্থতার ধারাবাহিকতা ঠিকই ধরে রেখেছেন লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে সকলকে করেছেন নিরাশ।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে ওপেনার তানজিদ হাসান শুরুতে ফিরে গেলে উইকেটে আসেন লিটন। তবে ধরতে পারেননি দলের হাল। কোন রান না করে মাত্র দ্বিতীয় বলেই বিদায় নেন তিনি। আলজারী জোসেফের বলে স্লিপে ক্যাচ দিয়ে উইকেট বিলিয়ে আসেন এই টাইগার ক্রিকেটার।
এর আগে নিজের খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষেও পরপর দুই ম্যাচে ডাক মেরেছিলেন লিটন। এতে নিজের খেলার সর্বশেষ পাঁচ ম্যাচে ৩ বার ডাক মেরেছেন তিনি। বাকি দুই ম্যাচে উইন্ডিজের বিপক্ষে করেছেন ২ ও ৪ রান। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে শেষবার খেলেছিলেন মার্চ মাসে।
অবশ্য এদিকে তামিম ইকবালের এক রেকর্ডের পেছনে ছুটছেন লিটন। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডাক মারার অস্বস্তিকর রেকর্ডে বাংলাদেশের শীর্ষে তামিম। সর্বোচ্চ ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন এই ওপেনার ব্যাটার। যদিও দীর্ঘদিন যাবত রয়েছেন জাতীয় দলের বাইরে। তবে খুব সহজেই তার সেই রেকর্ড ভাঙ্গা হচ্ছে না কারো।
আরও পড়ুন:
» নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ কবে কখন?
» ভুঁড়ি নিয়েই ব্যাট হাতে স্বরূপে ফিরলেন তামিম ইকবাল
বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই তালিকার দ্বিতীয় অবস্থানে এবার উঠে এসেছেন লিটন দাস। তিনি ১৫ ওয়ানডে ম্যাচে মেরেছেন ডাক। অবশ্য সাবেক ক্রিকেটারদের হিসাব ধরলে লিটন থাকবেন তিন নম্বরে। ১৮ বার শূন্য রানে আউট হয়ে ফিরেছিলেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার।
আর লিটনের সমান সংখ্যক ডাক মেরেছেন আরও দুই সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মাশরাফি বিন মুর্তজা। যদিও এদের সকলেই খেলেছিলেন শতাধিক ম্যাচ। এমনকি মাশরাফি ও তামিম এই ডাক মেরেছিলেন দুই শতাধিক ম্যাচ খেলে। অপরদিকে মাত্র ৯৪ ম্যাচ খেলেই লজ্জাজনক এই কীর্তি গড়েছেন লিটন।
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৪/এফএএস