বৈশ্বিক কোন টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করবে বিসিবি, আর তা নিয়ে আলোচনা সমালোচনা হবে না, সেটাই যেন মানানসই নয়। এবারও হয়নি ব্যাতিক্রম। আলোচনা শুরু হয়েছে লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখার প্রতিবাদে। অবশ্য এমন কিছুই হতো না, যদি শেষ দুই ম্যাচে এই ওপেনার ব্যাটারের রানে ফেরা সম্ভব না হলে।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে আনুষ্ঠানিক ভাবে বাদ পড়ার কিছু ঘন্টা পরেই যেভাবে বিধ্বংসী ব্যাটিংয়ে চোখ জুড়িয়েছেন লিটন, তা এক কথায় অসাধারণ। খেলেছেন ৫৫ বলে ১২৫ রানের অপ্রতিরোধ্য এক ইনিংস। গড়েছেন অসংখ্য রেকর্ড। আগের ম্যাচেও খেলেছিলেন ৪৩ বলে ৭৩ রানের এক ইনিংস।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া নিয়ে বাস্তবতা মেনে নিয়েছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখার আশা প্রকাশ করেছেন লিটন। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে। কী কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায়। পারফরম্যান্স ছিল না আমার, আপনারাই নিউজ করেছেন। না জানার কিছু নেই। দ্যাটস ইট।’
লিটন যোগ করেন, ‘বাংলাদেশের সবাইই আঁচ করতে পেরেছে আমি বাদ পড়তে পারি। (দলে থাকা প্রসঙ্গে) এটা বলা খুবই কঠিন। সম্পূর্ণ নির্বাচকদের কল। তারা ভেবেছে দলে এই মুহূর্তে ফিট হচ্ছি না। যদি আবার মনে করে ফিট হওয়ার মত তাহলে দলে ফেরাতে পারে। তাদের কল। আমাদের সব ফোকাস এখন বিপিএলে। চেষ্টা করব কীভাবে বেটার পারফরম্যান্স করা যায়।’
আরও পড়ুন:
» সিলেটে বিপিএলের শেষ দিনের ম্যাচসহ আজকের খেলা (১৩ জানুয়ারি ২৫)
» রিয়ালের জালে ৫ গোল দিয়ে সুপার কাপ শিরোপা জিতল বার্সেলোনা
নতুন করে কাউকে কিছু প্রমাণ করতে চান না লিটন। কেবল নিজের খেলার উন্নতির ঘটানোর লক্ষ্যে খেলে যাওয়ার প্রত্যয়। ধরে রাখতে চান ধারাবাহিকতা, ‘গত কিছু দিন ভালো যাচ্ছিল না। চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা বজায় রাখি। সিলেটের যা বললেন, মাঠ আসলে ম্যাটার করে না। যেদিন যে ভালো বল আসবে, ভালো ফিল করবে সে সব জায়গায় ভালো করতে পারবে।’
ভক্তদের উদ্দেশ্যে লিটন বলেন, ‘ফ্যান ফলোয়ার্স থাকবে। মানুষ ভালোবাসবে, হেইটও করবে। নিজের কাছেও একটা প্রশ্ন থাকে যে আমি কি ভালো ক্রিকেট খেলছি কিনা। আমার মনে হয়েছে আমার ক্রিকেটে উন্নতি করা দরকার। আমি যদি করতে পারি তাহলে অবশ্যই মানুষ ভালোবাসবে। চেষ্টা করব। আমি বলছি না যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে। চেষ্টা ছাড়া তো কিছু নেই। একটা জিনিস যারা বিশ্বাস করে আপনাদের আল্লাহ আমার ভগবান। দেওয়ার সময় হলে উনিই দিবে, আমরা চেষ্টাই করে যেতে পারি। নিজের একটু পরিশ্রম আছে সাথে।’
প্রসঙ্গত, ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন ট্রফির জন্য আইসিসির কাছে প্রাথমিক স্কোয়াড দেওয়ার শেষ সময় ছিল দলগুলোর কাছে। সেই অনুযায়ী গতকাল দুপুরে ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। তবে চাইলে টুর্নামেন্টের আগে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক এই স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে ক্রিকেট বোর্ড। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনকে দেখতে চায় তার ভক্ত সমর্থক।
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৫/এফএএস