Connect with us
ক্রিকেট

শুরুতে অফ ফর্মে থাকলেও রানে ফেরায় খুশি লিটন

Liton Das
লিটন দাস। ছবি- সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে শুরুটা ভুলে যাওয়ার মত হয়েছিল লিটন দাসের জন্য। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে রান করেছিলেন মোটে ৩৭। সেখান থেকে ১২ ম্যাচ শেষে লিটনের নামের পাশে এখন ২৯২ রান। ব্যাটিং গড় খুব আহামরি না হলেও টি-টোয়েন্টির বিচারে ২৪.৩৩ গড় একদম ফেলনাও না।

আসরের শুরুতে অফ ফর্মে থাকার পর রানে ফেরা নিয়ে লিটন বলেন, ‘যে কোন ব্যাটারই নিয়মিত রান পাবে না। শুরুতে আমি রান না পেলেও এখন আমার তিনশো’র কাছে রান হয়ে গেছে৷ যারা ভালো ব্যাট করেছে তাদের রান চারশোর মত হয়ে গেছে। সে হিসেবে আমিও খুব একটা খারাপ খেলিনি। এখনো আমাদের হাতে ২-৩ টি ম্যাচ বাকি আছে। ঠিক মত খেলতে পারলে আশা করি চারশোর বেশি রান করার ভালো সম্ভাবনা আছে।’

শুরুতে রান খরায় ভুগলেও হতাশ না হয়ে নিজের উপর বিশ্বাস রেখেছিলেন এই টাইগার ব্যাটসম্যান। নিয়মিত অনুশীলনের সাথে কঠোর অধ্যবসায়ের কারণে আবারও রানে ফিরেছেন তিনি। যদিও পুরোপুরি ফল এখনও লিটন পাননি তবে যতটুকু ভালো করেছেন তা নিয়েই ইতিবাচক তিনি।

‘এই টুর্নামেন্টটি বেশ লম্বা তাই ২-৩ ম্যাচে কেউ খারাপ করলেও তার ফিরে আসার ভালো সম্ভাবনা থাকে। সেটা ব্যাটসম্যান বা বোলার যে কারো ক্ষেত্রেই প্রযোজ্য। আমি উন্নতির জন্য অনেক পরিশ্রম করেছি, অনুশীলনে ঘাম ঝরিয়েছি যার ফলও পেয়েছি। হ্যা, হয়তো শতভাগ ফল পাওয়া সম্ভব হয়নি তবে আমার উন্নতির জায়গাগুলো নিয়ে এখনো কাজ করে যাচ্ছি আমি’ – যোগ করেন লিটন।

আরও পড়ুন: যুব দলের পেসার বর্ষণকে দলে ভিড়িয়েছে কুমিল্লা 

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট