Connect with us
ক্রিকেট

নিজেকে প্রস্তুত রাখতে মিরপুরে ঘাম ঝরাচ্ছেন লিটন

Litton Das practice
লিটন দাস। ছবি- পূর্বের সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার উদ্দেশ্যে জাতীয় দল এখন দুবাইয়ে। তবে টাইগার স্কোয়াডের সঙ্গী হতে পারেননি লিটন কুমার দাস। মূলত ধারাবাহিক অফফর্মের কারণেই দলের বাইরে ছিটকে গেছেন এই টাইগার ক্রিকেটার। তবে লিটন নিজেকে প্রস্তুত রাখছেন যেকোনো সময় জাতীয় দলে খেলার সুযোগ পেলে কাজে লাগাতে।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল থেকেই অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে লিটনকে। ইনডোরে ব্যাট হাতে নিজেকে প্রস্তুতে ব্যস্ত ছিলেন এই ওপেনার ব্যাটার। বোলিং মেশিনে করেছেন দীর্ঘক্ষণ অনুশীলন। এদিন লিটনকে বড় বড় শট হাকাতেও দেখা গেছে।

এদিকে জাতীয় দলে ফেরার আগে ঘরোয়া ক্রিকেটে খেলবেন লিটন। আগামী মাসেই মাঠে গড়াবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। গেল বছর আবাহনীর হয়ে খেললেও এবার আর দলটিতে দেখা যাবে না তাকে। তবে কোন দলের হয়ে খেলবেন সেটিও এখনও নিশ্চিত হওয়া যায়নি।


আরও পড়ুন:

» পাকিস্তান ও বাবর জ্বলে উঠবে, আত্মবিশ্বাস আমিরের

» ডিপিএলে দলের মালিকানায় তামিমের সঙ্গে বরিশালের মালিক


এর আগে দীর্ঘদিন অফফর্মে থাকার পর বিপিএল দিয়ে কিছুটা ছন্দে ফিরেছেন লিটন। অবশ্য টুর্নামেন্টের শুরুতেও ব্যাটে রান পাননি তিনি। নিজের ফর্ম ফিরে পেতে কিছুটা দেরি হয়ে যায় তার। ততদিনে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়ে গিয়েছে। তবে চলতি বিপিএলে শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন এই টাইগার ক্রিকেটার।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। টুর্নামেন্ট উদ্বোধনের পরবর্তী দিনেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের শিরোপা মিশন। বাংলাদেশের গ্রুপে ভারত ছাড়াও থাকছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট