Connect with us
ক্রিকেট

রানে ফিরতে কোচ সালাউদ্দিনের সঙ্গে কাজ করছেন লিটন

Litton Das and Mohammad Salahuddin
লিটন দাস ও কোচ সালাউদ্দিন। ছবি- সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক সিরিজ দিয়ে বছর শেষ করল বাংলাদেশ। টেস্টে ১-১ সমতা, ওয়ানডেতে ৩-০ তে হারের পর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শেষটা ভালোভাবেই রাঙিয়েছে টাইগাররা। স্বাগতিকদের ৩-০ তে হোয়াইটওয়াশ করে খুশিমনেই দেশে ফিরতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা।

জয়ে রাঙানো টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন লিটন কুমার দাস। নেতৃত্বে যতটা অবাক করছেন ঠিক ততটাই ব্যাটিংয়ে হতাশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—কোনো সিরিজেই নামের পাশে সুবিচার করতে পারেননি এই তারকা।

টেস্ট সিরিজে লিটনের গড় ছিল বিশের উপরে। ৪ ইনিংসে ২২ গড়ে ৮৮ রান করেছিলেন তিনি। যেখানে সর্বোচ্চ ৪০ রানের একটি ইনিংস রয়েছে। তবে লাল বলের সিরিজের পর সাদা বলের সিরিজে আরো বেশি হতাশ করেছেন লিটন। সাদা বলে তার গড় ছিল দশের নিচে। ওয়ানডেতে ৩ ইনিংসে ২ গড়ে করেছেন মাত্র ৬ রান। আর টি-টোয়েন্টিতে সমান ম্যাচ খেলে ৫.৬৭ গড়ে ১৭ রান করেছেন তিনি। যেখানে স্ট্রাইকরেট ছিল মাত্র ৭০.৮৩।

আরও পড়ুন:

» বিসিবি চাইলে পূর্ণ মেয়াদে অধিনায়ক হতে রাজি লিটন

» হামজার বাংলাদেশের হয়ে খেলার খবরে যা বললেন বাফুফে সভাপতি 

লিটনের মতো একজন অভিজ্ঞ ব্যাটারের এমন পারফরম্যান্সে হতাশ সবাই। তার সমর্থক থেকে শুরু করে দলের কোচিং প্যানেলও এ নিয়ে বেশ চিন্তিত। তবে গত কয়েক মাস ধরে টানা ক্রিকেট খেলছে বাংলাদেশ। যার প্রভাব ব্যাটিংয়ে পড়েছে বলেও মনে করেন লিটন। তবে ব্যাটিং নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। ব্যাট হাতে ছন্দ ফিরে পেতে বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করছেন। খারাপ সময় কাটিয়ে খুব শিগগিরই ছন্দে ফিরতে আশাবাদী ফলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটার।

Litton practicing under Salahuddin

সালাউদ্দিনের সঙ্গে অনুশীলনে লিটন। ছবি- সংগৃহীত

এ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমি ব্যাটিং নিয়ে কাজ করে যাচ্ছি। এখন তিন ফরম্যাট খেলছি, যে কারণে কিছুটা খারাপ চলে গেছে। আমি চেষ্টা করছি। ব্যাটিং নিয়ে সালাউদ্দিন স্যারের সঙ্গে কাজ করছি। উনি অনেক সহযোগিতা করছেন। সবাইকেই করেন, আমরা সবাই স্যারের সঙ্গে ফ্রি। উনি খেলোয়াড়দের অনেক আগে থেকেই চেনেন। এই ব্যাপারটা মানসিকভাবে আমাদের অনেক সহায়তা করছে। আমিও স্যারের সঙ্গে কথা বলছি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি রানে ফিরতে পারব।’

সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহদের পর দলের অন্যতম নির্ভরযোগ্য সিনিয়র ক্রিকেটার এখন লিটন। তাই এই অভিজ্ঞ ক্রিকেটারের কাঁধে দায়িত্বও অনেক বেশি। তার ওপর দল অনেক নির্ভরশীল। তাই লিটনও ব্যাট হাতে ছন্দে ফিরে দলের জয়ে অবদান রাখতে কাজ চালিয়ে যাচ্ছেন।

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট