নানা চড়াই–উতরাই পেরিয়ে আইপিএলে পা দিয়েছেন, সেখানে অনেক নাটকীয়তার পর হয় অভিষেক। আইপিএলে নিজের প্রথম ম্যাচ পারফরমেন্সে রাঙাতে পারেননি। কলকাতার হয়ে প্রথম ম্যাচে নার্ভাস লিটন নামের প্রতি সুবিচার করতে পারেননি।
উল্টো উইকেটের পেছনে একটি সহজ স্ট্যাম্পিং মিস করে সমালোচনার শিকার হন। এরপরই নিভে যায় লিটনের আইপিএল আলো। আর কোনো ম্যাচে বাংলাদেশের এই ওপেনারকে নামায়নি নাইটরা।
এবার নতুন তথ্য হলো কলকাতার সাইড বেঞ্চে সময় কাটানো লিটন হঠাৎ দেশে ফিরেছেন। একটি সূত্র জানিয়েছে, পারিবারিক কারণে শুক্রবার ঢাকায় ফিরেছেন লিটন দাস।
এদিকে আগামী মে মাসের ৫ তারিখ ইংল্যান্ডের চোমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে যোগ দেওয়ার কথা ছিল লিটনের। কারণ বিসিবি থেকে তার অনাপত্তিপত্র নেওয়া ছিল ২ মে পর্যন্ত। পরে আরও দুদিন ছুটি বাড়িয়ে নেন। তবে ছুটি শেষ হওয়ার আগেই আজ দেশে ফিরলেন এই টাইগার ব্যাটার।
অপরদিকে লিটনের হঠাৎ ফেরায় পারিবারিক কারণ বলা হলেও এর পেছনে নির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, এবারের মতো লিটনের আইপিএল যাত্রা শেষ হলো।
প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের এবারের আসরে ব্যাট হাতে এক ম্যাচে সুযোগ পেয়ে ৪ রান করেছিলেন। সেদিন উইকেটের পেছনে দুটি সহজ স্ট্যাম্পিং মিস করেছিলেন।
আরও পড়ুন: রোনালদোকে কেনা আল নাসর প্রেসিডেন্টের পদত্যাগ
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৩/এসএ