Connect with us
ক্রিকেট

সাকিবকে পেছনে ফেলে সেরা পাঁচে লিটন

Litton Kumar Das_DC
লিটন দাস। ছবি- সংগৃহীত

চলতি বিপিএলে শুরুটা ভালো হয়নি লিটন দাসের। দীর্ঘদিন ফর্ম হারানো এই ওপেনার শুরুর দিকে ব্যাট হাতে বেশ ভুগছিলেন। তবে সবশেষ কয়েকটি ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছেন তিনি। শুরুর চার ম্যাচে দুই বা তিন অঙ্কের কোনো মাইলফলক স্পর্শ করতে না পারলেও শেষ চার ম্যাচে এক সেঞ্চুরি ও দুটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন তিনি। আর সবশেষ ইনিংসের পর বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ ওপেনার।

গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪৮ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন লিটন। আর তাতেই সাকিব আল হাসানকে বিপিএলের ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন এই তারকা ওপেনার।

বিপিএলে লিটনের মোট রান ২ হাজার ৩৯৮। ১০৩ ম্যাচে ৯৯ ইনিংস খেলে এই রান করেছেন তিনি। অন্যদিকে সাকিবের মোট রান ২ হাজার ৩৯৭। তবে লিটনের চেয়ে ৯ ইনিংস বেশি খেলেছেন এই তারকা অলরাউন্ডার। তবে লিটনের চেয়ে সাকিবের ব্যাটিং গড় কিছুটা বেশি। সাকিবের ব্যাটিং গড় ২৬.৯৩, যেখানে লিটনের গড় ২৫.২৪।

আরও পড়ুন:

» খুদে ভক্তকে নিয়ে লিটনের আবেগঘন বার্তা

» সাকিব-মাশরাফিদের ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ার পথে তাসকিন

এই তালিকায় সবার ওপরে অবস্থান করছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ১১০ ইনিংসে ৩৭.৬৪ গড়ে ৩ হাজার ৬৫২ রান করেছেন। আর দুই নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম। ১২৪ ইনিংসে ৩৬.২৫ গড়ে ৩ হাজার ৩৩৫ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

তালিকার তিনে অবস্থান করছেন এনামুল হক বিজয়। বিপিএলের ১২২ ইনিংসে ২৪.৮০ গড়ে ২ হাজার ৭২৯ রান করেছেন এই ওপেনার। আর লিটনের একধাপ ওপরে অবস্থান করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১১৫ ইনিংসে ২৭.১২ গড়ে ২ হাজার ৬০৪ রান করেছেন জাতীয় দলের এই সিনিয়র ক্যাম্পেইনার।

বিপিএলের ইতিহাসে সেরা পাঁচ রান সংগ্রাহক :

 ইনিংস  রান
 তামিম ইকবাল  ১১০  ৩৬৫২
 মুশফিকুর রহিম  ১২৪  ৩৩৩৫
 এনামুল হক বিজয়  ১২২  ২৭২৯
 মাহমুদউল্লাহ রিয়াদ  ১১৫  ২৬০৪
লিটন দাস  ৯৫  ২৩৯৮

বিপিএলের সেরা পাঁচে থাকা সবাই এবারের বিপিএলে খেলছেন। তাই সবার সামনেই সুযোগ থাকছে রান বাড়িয়ে নেওয়ার। তবে একধাপ নিচে নেমে যাওয়া সাকিব এবারের বিপিএলে না থাকায় রান বাড়ারও কোনো সুযোগ নেই।

ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট