এক ম্যাচ আগেই রেকর্ড সেঞ্চুরি হাকিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন লিটন কুমার দাস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে ফেরাতে আওয়াজ ওঠে বিভিন্ন মহলে। তার আগের ম্যাচেও খেলেছিলেন ঝড়ো ফিফটির ইনিংস। তবে গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে দলের হারের ম্যাচে রান করতে না পারায় দুয়ো ধ্বনি শুনতে হয়েছে লিটনকে।
গতকাল ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যায় বাউন্ডারি লাইনের কাছে লিটন দাস ফিল্ডিং করতে এলে তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন স্টেডিয়ামে অবস্থানরত অসংখ্য দর্শক। এমন ধ্বনি শুনে গ্যালারির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকেন লিটন। দেখেননি কোন প্রকার প্রতিক্রিয়া।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় গ্যালারিতে থাকা প্রায় সকল দর্শক লিটনকে উদ্দেশ্য করে এমন অনাকাঙ্ক্ষিত স্লোগান দিতে থাকেন। লিটন যখন আহত দৃষ্টিতে চেয়েছিলেন মাঠে আশা দর্শকদের দিকে, তখনও থামেনি সেই দুয়ো ধ্বনি। বরং তা যেন প্রতিনিয়ত বেড়েই চলেছিল। এমন ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের আচরণ নিয়ে ওঠে সমালোচনার ঝড়।
অনেকেই নিজের অবস্থান থেকে দর্শকদের এমন কর্মকাণ্ড নিয়ে লজ্জিত হওয়ার কথা জানান। যেখানে বলা হয় ক্রিকেটাররা ভালো না খেলে তাদের নিয়ে সমালোচনা করাই যায়; তবে এভাবে কথার মাধ্যমে কাউকে আঘাত করা কাম্য নয়। লিটন যখন অসহায়ের মত তাকিয়ে ছিলেন একদৃষ্টিতে গ্যালারির দিকে, অন্তত তখন থামা উচিত ছিল এমন দুয়ো ধ্বনির।
আরও পড়ুন:
» ম্যাচ হেরে বিদেশি ক্রিকেটারদের নিয়ে হতাশ সিলেট অধিনায়ক
» ম্যানসিটির সঙ্গে মেয়াদ বাড়িয়ে হলান্ডের এক যুগের চুক্তি
অবশ্য আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে চলমান বিপিএলের প্রথম জয় এনে দিতে বিশাল ভূমিকা রেখেছিলেন এই ওপেনার ব্যাটার। ৫৫ বলে খেলেছিলেন ১২৫ রানের অসংখ্য রেকর্ড গড়া এক ইনিংস। যাওয়ার পরে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাওয়ার জন্য দাবি তুলেছিল অসংখ্য ক্রিকেটপ্রেমী। তবে এক ম্যাচ পরেই যেন ব্যাটিং ব্যর্থতায় পাল্টে গেল পরিস্থিতি।
যদিও এমন ঘটনায় লিটনের পক্ষ হয়েই চট্টগ্রামের দর্শকদের নিয়ে সমালোচনায় মেতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। অবশ্য বিষয়টা নিয়ে নিজে থেকে মুখ খোলেননি এই টাইগার ক্রিকেটার। তবে তার ভক্ত সমর্থকদের প্রত্যাশা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবেন লিটন। বন্ধ করে দেবেন সমালোচকদের মুখ। গ্যালারিতে দাঁড়িয়ে চট্টগ্রামের দর্শকরাই সাধুবাদ জানাবেন লিটনকে।
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৫/এফএএস