Connect with us
ক্রিকেট

পিএসএলের জন্য এখনও বিসিবিতে দরখাস্ত দেননি লিটন-নাহিদ-রিশাদ

PSL BD TEAM
পিএসএলে খেলবেন তিন বাংলাদেশি নাহিদ-লিটন-রিশাদ

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা সব আসর বসলেও বাংলাদেশিরা খুব বেশি সুযোগ পান না। আবার দল পেলেও কখনো কখনো এনওসি বা ছাড়পত্র পান না কেউ কেউ। কিন্তু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়ে এখন পর্যন্ত এনওসির জন্য দরখাস্ত দেননি তিন টাইগার ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন।

ইতোমধ্যে পিএসএল ২০২৫ আসরের সূচিও প্রকাশ  করেছে পিসিবি। গত জানুয়ারিতে অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফট থেকে পিএসএলে দল পেয়েছিলেন নাহিদ, লিটন ও রিশাদ। সিলভার ক্যাটাগরিতে থাকা রিশাদকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স।। গোল্ড ক্যাটাগরি থেকে নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে। সিলভার ক্যাটাগরির লিটন দাসকে দেখা যাবে করাচি কিংসে।

আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। আবার এপ্রিলেই বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এ অবস্থায় বাংলাদেশিদের পিএসএলে খেলা নির্ভর করছে বিসিবির এনওসির ওপর। যদিও বিসিবির কাছে এখন পর্যন্ত দরখাস্ত করেননি এই ৩ ক্রিকেটার।


আরও পড়ুন:

» সুপার ওভারে বিরল নজির গড়ে হংকংয়ের বিশ্বরেকর্ড

» স্বপ্ন পূরণের আরও কাছে রোনালদো, দিলেন এগিয়ে যাওয়ার বার্তা


শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, এখনও তারা কেউ এনওসির জন্য এপ্লাই করেনি। আমি যতটুকু জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি। তারা যখন করবে তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারব। তারা যখন এপ্লাই করবে তখন বলতে পারব। এখন বলতে পারছি না।

আগামী ১১ই এপ্রিল থেকে শুরু হবে এবারের পিএসএল আসর। ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার, পেশোয়ার জালমি, মুলতান সুলতান্স, করাচি কিংস ও কোয়েটা গ্লাডিয়েটর্স খেলবে এবার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ১৮ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট