Connect with us
ক্রিকেট

গোল্ডেন ডাকের ম্যাচেও লিটন গড়লেন নতুন রেকর্ড

Liton das Dismissal record
লিটন দাস। ছবি- সংগৃহীত

নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস। আজ সিরিজের প্রথম ম্যাচে দারুন জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তবে এদিনও নিজের ওয়ানডে পারফরম্যান্স টেনে নিয়ে এসেছেন লিটন; ডাক মেরেছেন আবারও। যদিও গ্লাভস হাতে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি।

এর আগে উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন দাস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যথাক্রমে করেছিলেন ২, ৪ ও ০ রান। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও কোন রান না করে ফিরে গেছেন। উল্টো আগের ম্যাচে দুই বল টিকে থাকলেও আজ তিনি আউট হয়েছেন প্রথম বলেই।

তবে উইকেটের পেছনে বরাবরের মতো দারুন ছিলেন লিটন। আজ গড়েছে নতুন এক রেকর্ড। উইকেটরক্ষক হিসেবে এক ম্যাচে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ ডিসমিসাল করেন তিনি। যেখানে স্ট্যাম্পিং আউট করেন নিকোলাস পুরানকে। আর রভম্যান পাওয়েল, আন্দ্রে ফ্লেচার, রস্টন চেজ এবং গুদাকেশ মোতিকে ফেরান তালুবন্দি করে।

লিটন ছাড়া এর আগে কোন টাইগার উইকেটকিপারের নামের পাশে ছিল না টি-টোয়েন্টির এক ইনিংসে ৫ ডিসমিসাল। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৩ ডিসমিসাল ছিল মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানের নামের পাশে। এমনকি নিজেও আগে ৩ ডিসমিসাল করেছেন লিটন। তবে এবার সবাইকে পেছনে ফেলে গড়লেন নতুন কীর্তি।

আরও পড়ুন:

» ম্যাচ জিতিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা তুলে ধরলেন মাহেদী

» ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিজয়ের সকাল রাঙালো বাংলাদেশ

এছাড়া ক্যারিয়ারে ডিসমিসালের রেকর্ডে দ্বিতীয় অবস্থানে থাকলেও ম্যাচ প্রতি ডিসমিসালের হিসেবে শীর্ষে রয়েছেন লিটন। ৮২ ইনিংসে কিপিং করে এখন পর্যন্ত সর্বোচ্চ ৬২ ডিসমিসাল করেছেন মুশফিকুর রহিম। লিটন করেছেন ৩৫ ম্যাচে ৩৬ ডিসমিসাল। আর ৪৫ ইনিংসে গ্লাভস হাতে ৩০ ডিসমিসাল করেন নুরুল হাসান সোহান।

উল্লেখ্য, এদিন আগে ব্যাট করে ১৪৭ রানের মাঝারি সংগ্রহ পায় বাংলাদেশ। এই রান ডিফেন্ড করতে এসে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ধসিয়ে দেন মাহেদী হাসান। অবশ্য রভম্যান পাওয়েলের ঝড়ো ফিফটিতে শঙ্কা জাগে হারের। তবে মহান বিজয় দিবসের সকালে শেষ পর্যন্ত দারুন ৭ রানের জয় তুলে নিয়েছে লিটনের দল।

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট