Connect with us
ক্রিকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিমকে ছাড়িয়ে গেলেন লিটন

Tamim Iqbal-Liton Das
তামিমের চেয়ে এক ম্যাচ কম খেলেই টি-টোয়েন্টিতে তার রানসংখ্যা ছাড়িয়ে গেছেন লিটন। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়ের পর আজ (বুধবার) প্রথম টি-টোয়েন্টিও জিতে নিয়েছে টাইগাররা। ব্যাট হাতে ৪২ রান করে এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন লিটন কুমার দাস। আর এই ইনিংসে ভর করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রহের দিক থেকে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন লিটন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচ খেলে ১৭০১ রান সংগ্রহ করেছেন তামিম। আর তামিমের চেয়ে এক ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন লিটন। ৭৩ ম্যাচ খেলে ১৭১২ রান সংগ্রহ করেছেন এই ওপেনার, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।

এছাড়া গড় রান ও স্ট্রাইকরেটেও তামিমের ওপরেই রয়েছেন লিটন। ২৪.৭০ গড় এবং ১৩০.৫ স্ট্রাইকরেটে রান করেছেন লিটন, যেখানে ২৪.১০ গড় এবং ১১৭.৫ স্ট্রাইকরেটে রান করেছেন তামিম। উল্লেখ্য, বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বর্তমানে সর্বোচ্চ স্ট্রাইকরেট লিটনের দখলে।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে রয়েছেন সাকিব আল হাসান। ১১৭ ম্যাচ খেলে ২৩৮২ রান সংগ্রহ করেছেন টাইগার অধিনায়ক। ১২১ ম্যাচে ২১২২ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ।

ইতোমধ্যেই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। রান সংগ্রাহকের তালিকায় চারে রয়েছেন তামিম এবং তার পরেই পঞ্চম স্থানে রয়েছেন মুশফিক। ১০২ ম্যাচ খেলে ১৫০০ রান সংগ্রহ করেছেন মি. ডিপেন্ডেবল।

আরও পড়ুন: শান্তর অধিনায়কত্বের প্রশংসা করলেন মাশরাফি

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট