বিশ্বকাপের আগে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল ব্যাটিং লাইন আপ নিয়ে। বিশ্বকাপের আগের প্রস্তুতি মোটেই সুখকর ছিল না বাংলাদেশের জন্য। ১৫ বছর পর সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে হার, আর বিশ্বকাপে তামিম ইকবালের অনুপস্থিতি ছিল মরার উপর খাঁড়ার ঘাঁ এর মত।
দলের এই পরিস্থিতিতে আজ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দারুণ শুরুর মুখ দেখলো বাংলাদেশের ব্যাটিং । সর্বশেষ খবর অনুযায়ী ১৫ ওভারে ১০৫ রান তুলেছে বাংলাদেশ। লিটন দাস ৪০ বলে ৫৪ ও তানজিদ তামিম ৫২ বলে ৪৯ রানে অপরাজিত আছেন।
শ্রীলংকার দেওয়া ২৬৪ রানের জবাবে লিটন-তামিমের এই দুর্দান্ত শুরু বিশ্বকাপের আগে বাংলাদেশ শিবিরে যে কিছুটা হলেও স্বস্তির বাতাস বয়ে আনবে তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিকে বিশ্বকাপের আগেই লিটন দাস, তানজিদ তামিমকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। বিশ্বকাপে লিটন সেরাদের একজন হবেন বলে প্রত্যাশা জানিয়েছিলেন সাকিব।
আর তরুণদের নিয়ে বরাবরই আশাবাদী সাকিব, তানজিদ তামিমকে নিয়েও তার আশাবাদ ব্যক্ত করেছিলেন।
মূলত প্রস্তুতি ম্যাচ হলেও বিশ্বকাপের আগে লিটন-তামিমের ব্যাটে রান স্বস্তি দেবে বাংলাদেশকে।
আরও পড়ুন: তামিমের ওই সিদ্ধান্ত অনেক বাজে সিচুয়েশন তৈরি করেছিল: সাকিব
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৩/এমএস/এসএ