Connect with us
ক্রিকেট

‘ভুয়া’ স্লোগানের পরের ম্যাচেই ঘুরে দাঁড়ালেন লিটন

Litton Das batting in bpl 2025
লিটন দাস। ছবি- ঢাকা ক্যাপিটালস

দীর্ঘদিন টানা ব্যাটিংয়ে সফলতা পাচ্ছিলেন না লিটন দাস। ধারাবাহিক ব্যর্থতায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়েন এই টাইগার ক্রিকেটার। তবে জাতীয় দল থেকে বাদ পরেই যেন স্বরূপে ফিরেছিলেন তিনি। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। এর আগের ম্যাচেও খেলেছিলেন দারুন এক ফিফটির ইনিংস।

তবে সেঞ্চুরি হাঁকানোর পরের ম্যাচে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয় লিটনকে। ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র ১৩ রান করে আউট হন। চট্টগ্রামের মাঠে সেদিন বাউন্ডারি লাইনের কাছে তিনি ফিল্ডিং করতে এলে তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া’ স্লোগান দেয় মাঠে থাকা দর্শকরা। যার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তবে এরপর ঘুরে দাঁড়াতে বেশি সময় নিলেন না লিটন দাস। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আজ খেলতে নেমেই তিনি তুলে নিয়েছেন দারুন আরেকটি ফিফটি। খেলেন ৪৮ বলে ৭০ রানের এক ইনিংস। যেখানে তিনি হাকান সমান ৪টি করে ছক্কা ও চারের মার। আর লিটনের এই অসাধারণ ইনিংসে ভর করে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় ঢাকা ক্যাপিটালস


আরও পড়ুন:

» মালানের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে তামিমের দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস

» জয়ের কাছে গিয়েও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ


চলমান বিপিএলে আজ নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে ঢাকা। এর আগে লিটনের সেঞ্চুরির ম্যাচেই প্রথম জয়ের স্বাদ পায় ক্যাপিটালস। আজ জয়ের উদ্দেশ্যেই বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে ফিল্ডিংয়ে রয়েছে লিটনরা।

প্রসঙ্গত, এর আগে গেল শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায় গ্যালারিতে থাকা প্রায় সকল দর্শক লিটনকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। লিটন তখন আহত দৃষ্টিতে অসহায়ের মতো তাকিয়েছিলেন মাঠে আশা দর্শকদের দিকে। তার করুণ চাহনি দেখেও থামেনি সেই দুয়ো ধ্বনি। এমন ভিডিও ছড়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের আচরণ নিয়ে ওঠে সমালোচনার ঝড়।

অনেকেই নিজের অবস্থান থেকে দর্শকদের এমন কর্মকাণ্ড নিয়ে লজ্জিত হওয়ার কথা জানান। যেখানে বলা হয় ক্রিকেটাররা ভালো না খেলে তাদের নিয়ে সমালোচনা করাই যায়; তবে এভাবে কথার মাধ্যমে কাউকে আঘাত করা বা অপমান করা কাম্য নয়। এমন ঘটনার পর লিটনকে সমর্থন জানিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক একাউন্টে পোস্ট করে তার দল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট