বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে যখন চারিদিকে হতাশার সংবাদ ঘুরে বেড়াচ্ছে, তখন হুট করেই বিতর্কিত কর্মকাণ্ড করে বসেন দলের ওপেনার ব্যাটার লিটন দাস। যে ঘটনার পর শুরু হয় সমালোচনা। কিন্তু একদিন পরই ওই ঘটনার জেরে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন লিটন।
রবিবার (১৫ অক্টোবর) ভারতের পুনেতে সাংবাদিকদের প্রতি বিরূপ ব্যবহার করেন লিটন। এমনকি হোটেল রুমের সিকিউরিটি গার্ড ডেকে সাংবাদিকদের বের করে দেওয়ার কথাও বলেন এই ওপেনার। এরপরই শুরু হয় সমালোচনা। তবে আজ সোমবার ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন লিটন।
নিজের অফিসিয়াল ফেসবুকে একটি পোস্টে লিটন হাত জোড় করা একটি ইমোজি দিয়ে লিখেছেন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’
আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের ম্যাচে ১৩ রান, ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হওয়া ম্যাচে ৭৬ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচে ০ শূন্য রানেই আউট হন লিটন। আগামী ১৯ অক্টোবর ভারতের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সুযোগ কতটা?
ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৩/এজে