Connect with us
ক্রিকেট

বর্ষসেরা মনোনয়ন পেল পাকিস্তানের বিপক্ষে লিটনের সেই সেঞ্চুরি

Litton's century against Pakistan received the nomination of the year
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করেন লিটন। ছবি- এএফপি

লাল বলে দারুণ এক বছর পার করেছে বাংলাদেশ। ঘরের মাঠে কোনো সফলতা না পেলেও বিদেশের মাটিতে দুটি সফলতা পেয়েছে টাইগাররা। এর মধ্যে সবচেয়ে বড় সফলতা ছিল পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়। আর এই সফলতার পেছনে বড় অবদান ছিল দলের অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাসের। বিশেষ করে দ্বিতীয় টেস্টে তার জয়সূচক সেঞ্চুরিটি পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশের পেছনে বড় অবদান রেখেছিল। তার এই ইনিংসটি বর্ষসেরা টেস্ট ইনিংসের মনোনয়ন পেয়েছে।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে পাকিস্তানের বিপক্ষে লিটনের করা সেই সেঞ্চুরি। ৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকায় লিটন ছাড়াও রয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক, ইংল্যান্ডের অলি পোপ, ভারতের যসশ্বী জয়সওয়াল এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।

২০২৪ সালে এসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ইতিহাসের প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়ার পর হোয়াইটওয়াশের সুযোগ ছিল টাইগারদের সামনে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই বাধে বিপত্তি। মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল সফরকারীরা।

আরও পড়ুন:

» খেলার মাঝেই সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

» সরাসরি বিশ্বকাপের টিকিট পেতে আজ মাঠে নামবে বাংলাদেশ

তবে এই ধ্বংস স্তূপ থেকে দলকে টেনে নিয়ে যান লিটন। তাকে সঙ্গ দেন মেহেদি হাসান মিরাজ। সপ্তম উইকেটে মিরাজের সঙ্গে গড়েন ১৬৫ রানের জুটি। তবে মিরাজ ৭৮ রান করে ফিরে গেলেও থামেননি লিটন। এরপর তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২২৮ বলে ১৩৮ রান করে সাজঘরে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার।

রাওয়ালপিন্ডিতে লিটনের এমন বীরত্ব গাঁথা ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ২৬২ তুলে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ১৭২ রানে আটকে দেয় টাইগাররা। এরপর টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটের জয় তুলে নেন লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া বাকি ক্রিকেটাররাও দুর্দান্ত ইনিংস খেলেন। ইংল্যান্ডের হ্যারি ব্রুক পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে ৩১৭ রানের এক ইনিংস খেলেন। যা এই তালিকায় মনোনয়ন পেয়েছে। আরেক ইংলিশ ব্যাটার অলি পোপের ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে করা ১৯৬ রানের ইনিংসটি মনোনয়ন পেয়েছে।

এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তমে জয়সওয়ালের বিশাখাপত্তমে ইংল্যান্ডের বিপক্ষে করা ২০৯ রান এবং ভারতের বিপক্ষে অ্যাডিলেডে হেডের করা ১৩০ রানের ইনিংসটি এই সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছে।

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট