ইংলিশ লিগ কাপ বা কারাবাও কাপের ফাইনালে গেল রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে হারিয়ে শিরোপা উদযাপন করল লিভারপুল। অতিরিক্ত সময়ের শেষ দিকে গোল করে দলকে চ্যাম্পিয়ন করেন ডাচ ফুটবলার ভার্জিল ভ্যান ডিক। এই নিয়ে সর্বোচ্চ দশম বারের মতো লিগ কাপের শিরোপা ঘরে তুলল লিভারপুল।
গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের (যা বর্তমানে কারাবাও কাপ নামে পরিচিত) ফাইনালে ইংলিশ জায়ান্ট লিভারপুলের বিপক্ষে মাঠে নামে চেলসি। এদিন নির্ধারিত সময়ে ম্যাচ গোল শূন্য থাকায় ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জয় পায় লিভারপুল।
এদিন শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ম্যাচের ৩২ মিনিটেই এগিয়ে যেতে পারতো চেলসি। সতীর্থের বাড়ানো ক্রস থেকে দারুন এক গোল করলেও সেটা কাটা পড়ে অফ সাইডে। প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েছিল দু’দল। ম্যাচের ৪০ মিনিটে গোল পোস্টে বাধা না পেলে এগিয়ে যেতে পারত লিভারপুলও।
গোলশূন্য ব্যবধানে বিরতি থেকে ফিরে ফের আক্রমণে ওঠার চেষ্টা করে উভয় দল। ফাইনাল ম্যাচে একের পর এক আক্রমণ করে লিভারপুলকে দারুন চ্যালেঞ্জ জানায় চেলসি। তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে সফলতা পায়নি তারা। এদিকে চেলসির জমাট রক্ষণ ভাঙতে বারবার ব্যর্থ হয় লিভারপুল।
ম্যাচের ৬২ তম মিনিটেই ভার্জিল ভ্যান ডিকের দারুন এক হেড থেকে হয়েছিল গোল, তবে তা পরে কাঁটা পড়ে অফ সাইডের ফাঁদে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় আর্ধের সময় শেষ হওয়ার দুই মিনিট আগে ফের ভ্যান ডিকের হেড থেকে লিড পায় লিভারপুল।
ম্যাচের ১১৮ তম মিনিটে ভার্জিল ভ্যান ডিকের সেই জয়সূচক গোলে তখনই অনেকটা নির্ধারণ হয়ে যায় এবারের চ্যাম্পিয়ন। বাকি সময় ম্যাচে ফিরতে না পারলে ষষ্ঠ বারের মতো চেলসির লিগ কাপ শিরোপা জেতার স্বপ্ন হয় ভঙ্গ। শেষ পর্যন্ত নিজেদের দশম লিগ কাপের শিরোপা উদযাপন করেছে জুর্গেন ক্লপের শিষ্যরা।
আরও পড়ুন: ফাইনালে ইতালিকে হারিয়ে হেক্সা শিরোপা ঘরে তুলল ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/এফএএস