গেল মৌসুমের রানারআপ দল এবার যেন নিষ্প্রভ হয়ে গেছে। দেখতে দেখতে বিশের অধিক ম্যাচ খেলে ফেললেও পয়েন্ট টেবিলের সেরা পাঁচেও থাকতে পারছেন না লিভারপুল। আর চলতি বছর পায়নি কোনো জয়ের দেখাও।
ইংলিশ প্রিমিয়ার লিগে জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলেছে লিভারপুল। নিজেদের শেষ চার ম্যাচে কোনো জয় নেই লিভারপুলের। তিনটিতে হারের পাশাপাশি ড্র করেছে মাত্র একটি।
সবশেষ শনিবার রাতে উলভারহ্যাম্পটনের বিপক্ষে মাঠে নামে লিভারপুল। সেখানেও হারতে হয়েছে বড় ব্যবধানেই। লিভারপুলকে ৩-০ গোল ব্যবধানে হারিয়েছে উলভস।
ম্যাচের দলের হয়ে একটি করে গোল করেছেন ক্রেইগ ডাওসন ও রেুবেন নেভাস। আর অন্য গোলটি আত্মঘাতী। উলভসের কাছে হারের পরও টেবিলের দশম স্থানেই রয়েছে লিভারপুল। আর এ নিয়ে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচে হারলো তারা।
এর আগে ব্রেন্টফোর্ড এবং ব্রাইটনের কাছে হেরেছিলো। এবার হারলো উলভসের কাছে। লিভারপুলকে হারানোর পর ২১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে উঠে এলো উলভস।
আরও পড়ুন: কন্যাদান করে আবেগঘন পোস্টে যা বললেন শহীদ আফ্রিদি
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৩/এসএ