Connect with us
ফুটবল

সাত গোল দেওয়ার পরের ম্যাচে হোঁচট খেল লিভারপুল

Liverpool stumbled
লিভারপুল। ছবি- সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘরের মাঠ ৭-০ গোলে হারিয়েছিল লিভারপুল। এতে ঘুরে দাঁড়ানোর বার্তাও দিয়েছিল রেডসরা। লিগ টেবিলে শীর্ষ চারে প্রবেশের লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীও হয়ে উঠেছিল সালাহর দল।

কিন্তু পরের লিগ ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেল তারা। শনিবার অ্যাওয়ে ম্যাচে বোর্নামাউথের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় জার্গেন ক্লপের দল।

এদিন ম্যাচের ২৮ মিনিটে বিলিং গোল করে লিভারপুল শিবিরে বড় ধাক্কা দেন। ম্যানইউ ম্যাচের মতো মোহামেদ সালাহ, কোডি গাকপো এবং ডারউইন নুনিয়েজের জুটি গড়লেও তারা কেউই গোলের দেখা পায়নি।

তবে ম্যাচের ৬৯ মিনিটে অবশ্য লিভারপুলের জার্সিতে সর্বোচ্চ প্রিমিয়ার লিগ গোলের কীর্তি গড়া মিশরীর তারকা ফুটবলার সালাহ গোলের সুযোগ পেয়েছিলেন। তবে পেনাল্টি শট জালে পাঠাতে পারেননি তিনি।

এদিকে ১৬ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে এমন হার সালাহদের জন্য একটা বড় ধাক্কা।

অপরদিকে এই হারে লিগ টেবিলে পাঁচে থিতু হলো লিভারপুল। চারে থাকা টটেনহ্যাম সমান ২৬ ম্যাচ খেলে তিন পয়েন্টে (৪৫) এগিয়ে রয়েছে। তবে সেরা চারের লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে আছে নিউক্যাসল ইউনাইটেড। তাদের ২৪ ম্যাচ থেকে রয়েছে ৪১ পয়েন্ট।

আরও পড়ুন: পার্থ টেস্ট : পাকিস্তানের বোলিং নিয়ে বিস্ময়

ক্রিফোস্পোর্টস/১১মার্চ২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল